প্রতিহিংসার আসল রুপ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ আগস্ট, ২০১৭, ০৫:৩৬:০২ বিকাল



খালেদা জিয়া ভিশন-২০৩০ দিয়ে তার মেকাপের মতো সুন্দর সুন্দর কথা বলেছিলেন যা দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করেনি। সম্প্রতি তার দেওয়া বক্তব্যের মধ্য দিয়ে তার আসল রুপ আবার বেরিয়ে পরেছে। প্রতিহিংসা যে তার রাজনীতির মূল লক্ষ্য ও সার্বক্ষণিক চিন্তা চেতনায় আছন্ন প্রতিটি কথায় ভেসে উঠেছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের জমি দেওয়া হয়েছিল অস্থায়ী ভিত্তিতে, বিডিআর বিদ্রোহে ষড়যন্ত্রের কারণে সামরিক কতৃপক্ষ লীজ বাতিল করে বাড়ী ছাড়ার নোটিশ দেয়। খালেদা জিয়া আদালতের শরণাপন্ন হলেও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে না পারায় বাড়ী থেকে উচ্ছেদ হয়। আর ব্যারিস্টার মওদুদ আহমদ চুরি দূর্ণীতিতে জড়িয়ে আওয়ামী লীগেকে বদনামের ভাগীদার করেন। ১৯৭৩ সালে ভূয়া আমমোক্তার নামা দিয়ে পরিত্যক্ত সম্পত্তিটি দখল করেন। আওয়ামী লীগের কম্বল চুরির নেপথ্যেও এসব চোর ছ্যাছড়রা যারা পরবর্তীতে অন্য দলে যোগ দিয়ে চুরিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। মওদুদ কিসের ব্যরিষ্টার যে নিজের বাড়ী রক্ষা করতে পারে না সে কিভাবে খালেদা জিয়ার বাড়ী রক্ষা করতে চেয়েছিল। আদালত কতৃক দুজনেই অবৈধ দখলদার সাবাস্ত্য হয়েই আদালতের নির্দেশে বাড়ী ছাড়তে হয়েছে। অথচ খালেদা জিয়া মওদুদ উচ্ছেদ হওয়ার পর ঘটনাস্থলে হাজির হয়ে প্রতিহিংসায় উন্মত্ত হয়ে বলেছেন, আওয়ামী লীগকে এক কাপড়েই বাড়ী ছাড়তে হবে। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলতে চাই- আওয়ামী লীগ অবৈধ দখলদার নয়। রক্ত দিয়ে অর্জিত স্বাধীন দেশে বৈধ পন্থায় বসবাস করে। আপনার মতো জাঞ্জুয়ার সাখে যুদ্ধ করে দেশ স্বাধীন করে অবৈধভাবে সামরিক বাহিনীর দখলকার নয়। প্রতিহিংসা নগ্নতায় আপনার ভীষণ-২০৩০ আসল লক্ষ্য ও উদ্দেশ্য বেরিয়ে এসেছে। এতে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার যে ভিশন-২০৩০ বা রাষ্ট্র পরিচালনার দর্শন দিয়েছিলেন সেটি হোঁচট খেয়েছে। দৃশ্যমান হয়েছে, ওয়ান-ইলেভেন থেকে তিনি ও তার দল যে নির্যাতন ভোগ করছেন, তাতে ক্ষমার নীতি নয়; ভিতরে প্রতিহিংসার আগুনই পুষছেন। খালেদা জিয়া আপনার ভীষণ-২০৩০ নিয়ে প্রতিহিংসাই না আবার আপনাকে এবার আর বাড়ী নয় দেশ ছাড়তে হয়। আপনার স্বদেশ (পাকিস্থান) প্রত্যাবর্তনের সময় আসন্ন।

বিষয়: বিবিধ

৫৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File