মা-মেয়েকে ন্যাড়া, শ্রমিকলীগ নেতাসহ তিনজন রিমান্ডে !!!

লিখেছেন লিখেছেন Ruman ৩০ জুলাই, ২০১৭, ০৪:০৪:২২ বিকাল

অন্যায়ভাবে খুন, পৈশাচিকভাবে ধর্ষন নিজ দেশের কোন বর্বর গোষ্ঠী করলে যেমন ভিন দেশীরা করলেও তেমন। নির্যাতিতদের জন্য তা সমানভাবেই নিষ্পেষনমুলক।

প্রকৃতিগতভাবে নিপীড়নকারী শাসকশ্রেনীর মধ্যে কোন ভিন্নতা নেই।

এক শ্রেনীর বিকৃত মস্তিষ্কের লোকেরা পাকিস্থানী শাসক গোষ্ঠীর অপকর্মের জন্য গুটা পাকিস্থানী জনগোষ্ঠীকেই ঘৃনার চোখে দেখে থাকে কিন্তু দেশের শাসকগোষ্ঠী দ্বারা সংগঠিত এই সমস্ত জঘন্য অপকর্মের ক্ষেত্রে মুখ বুঝে চুপ মেরে থাকে। এরা আসলে নিবর্তনমুলক শাসকশ্রেনীরই পোষা প্রানী। নির্যাতিত জনগনের জন্য এদের কোন মাথা ব্যথা নেই, এদের মুল কাজ মোসাহেবী করে তাদের আখের ঘুছানো ছাড়া আর কিছু নয়।

বিষয়: বিবিধ

৫৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383682
৩০ জুলাই ২০১৭ রাত ১০:০৩
হতভাগা লিখেছেন : লোক দেখানো কিছু মুভমেন্ট হবে । দলের গুরুত্বপূর্ণ একটা উইংকে চটাতে চাইবে না সরকার নির্বাচনের এই প্রাক্কালে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File