Equality does not always lead to justice
লিখেছেন লিখেছেন উম্মে হাফসা ৩০ জুলাই, ২০১৭, ০৩:৪৮:৫০ দুপুর
ছেলেরা শ্বশুরবাড়ি থেকে কোন সম্পত্তি পায় না,বাবার কাছ থেকে পায়।
কিন্তু মেয়েরা বাবার সম্পত্তির অংশ, আর স্বামীর সম্পত্তির অংশ পায়।
ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে -
- স্বামীর কাছে থেকে স্ত্রী মোহরানা পায়।
- স্ত্রী ও সন্তানদের ভরণপোষণের দায়িত্ব সম্পূর্ণ স্বামীর ওপর ।
- স্ত্রী যদি আয় করে থাকেন, স্ত্রী এর থেকে খরচ করতে ,বা স্বামীকে দিতে বাধ্য নয় ।
মানে,
জামাইয়ের টাকা মানে বউয়ের টাকা
বউয়ের টাকা মানেও বউয়ের টাকা।
তাহলে ইসলামে নারীদের সাথে বৈষম্য কোথায় করা হলো?
এই সমগ্র বিশ্বচরাচরের স্রষ্টা যিনি, স্বয়ং তিনি সবকিছুর মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। কোন এক ফেইসবুক পেইজে দেখলাম, সম্পত্তিতে নারীদের সমধিকারের ওপর ভিত্তি করে তারা একটা ভিডিও বানিয়েছে। সবাইকে সম্পত্তিতে নারীদের সমতা নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে। খুব ভালো কথা (!)
সমধিকার বলতে তারা এটায় তো বোঝায়, মানে সবার সমান সমান অধিকার থাকবে। তাহলে, একজন চাষী, আর একজন অফিসারের পারিশ্রমিক যদি একই হয়, এটা কি জাস্টিসের মধ্যে পরে? ইসলাম সমঅধিকার দেয় না। ইসলাম দেয় সবার ন্যায্য অধিকার। যদি ইসলামিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি, তাহলে এটা আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কাজ করা হচ্ছে। যা সম্পূর্ণ ঈমানের পরিপন্থী।
ঈমান মানেই তো, আল্লাহ্ সুবহানাল্লাহ তায়ালা আমাদের জন্য যে আইন দিয়েছেন তা অকপটে বিশ্বাস করা, তাঁর ওপর আস্থা রাখা। এধরনের পেইজ বা অর্গানাইজেশন স্রষ্টার আইনের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করতে চায়। স্যকুলারিজমের দিকে উৎসাহিত করতে চায়। নিজেরাও জাহান্নামে যাবে। সাথে সমধিকারের নামে মগজ ধোলাই করে কিছু সঙ্গীসাথীদেরও জাহান্নামে নিবে।
বিষয়: বিবিধ
৮০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোর বউ আমার বউ
আমার বউ তোর ভাবী
জো তেরা হো ও মেরা হ্যায়
জো মেরা হো ও মেরা
মন্তব্য করতে লগইন করুন