কেন আক্বসা নিয়ে আমাদের এত মাথা ব্যথা !?
লিখেছেন লিখেছেন Ruman ২৪ জুলাই, ২০১৭, ১০:৫৬:৩৫ রাত
মসজিদুল আক্বসার সাথে জড়িয়ে আছে আমাদের ইজ্জত সন্মান ঈমান।
আমাদের ইমোশানের অন্য নাম আল আক্বসা।
কেন আক্বসা নিয়ে আমাদের এত মাথা ব্যথা! কেন আমরা দখলাদার অভিশপ্ত ইহুদি থেকে আমাদের প্রিয় আক্বসাকে কে মুক্ত করতে চাই?
প্রায় ৫০ বছর পর এই প্রথম মসজিদে আক্বসায় নামাজ বন্ধ রয়েছে। গত কয়েকদিন থেকে মসজিদে আক্বসার বাহিরে নামাজ হচ্ছে। ইতিমধ্যেই তিন ফিলিস্তিনী নিহত ও শতাধিক আহত হয়েছে।
আক্বসাকে মহান আল্লাহ তায়ালা স্বয়ং বরকতময় বলেছেন পবিত্র কুরআন মজীদে।
আক্বসা আমাদের প্রথম ক্বিবলা।
আক্বসা আমাদের তৃতীয় সম্মানিত মসজিদ।
আক্বসাকে দেখতে যাওয়ার উদ্দেশ্যে সফর করা জায়েয।
আক্বসায় নামাজ অন্য মসজিদের নামাজে চেয়ে উত্তম।
২য় খলিফা ওমর (রাঃ)-এর স্মৃতি বিজড়িত এই আক্বসা।
সালাহুদ্দীন আইয়ূবী (রহঃ)-এর স্মৃতি বিজড়িত এই আক্বসা।
ঈসা (আঃ) মারিয়াম (আঃ) সুলায়মান (আঃ) সহ অগণিত নবী রাসূলের স্মৃতি বিজড়িত এই আক্বসা।
আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাঃ) তার মিরাজ সফর এখান থেকেই শুরু করেছিলেন।
এখানেই সকল নবীর নামাজের ইমামতি করিয়েছেন মুহাম্মাদ (সাঃ)। তথা সকল নবীর মিলনমেলা এই আক্বসা।
ক্বিয়ামতের পূর্ব মুহুর্তে গুরুত্বপূর্ণ স্থান হবে এই আক্বসা।
আক্বসা আমাদের সম্মান। আক্বসা আমাদের ঈমান। হে মহান রাব্ব বহু দূরে থেকেও আমরা আক্বসার ক্রন্দন শুনতে পাচ্ছি। তুমি মহা শক্তিধর ! মহা পরাক্রমশালী! তোমার শক্তিমত্তা এই অভিশপ্ত ইহুদী জাতির উপর দেখাও। আক্বসাকে এই অভিশপ্ত জাতির হাত থেকে মুক্ত কর। ইয়া রাব্ব, তুমি সাহায্য কর।
বিষয়: বিবিধ
৭০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন