নতুন ২৪৪ টি ফায়ার স্টেশন নির্মাণ করা হচ্ছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ জুলাই, ২০১৭, ০৪:৪০:১০ বিকাল



অগ্নিনির্বাপন ও দূর্যোগ মোকাবেলার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর কলেবর ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের মধ্যে সারাদেশে উপজেলা পর্যায়ে আরও ২৪৪টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। দেশে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতি এবং হতাহত বন্ধ করতে দুইটি পৃথক প্রকল্পের মাধ্যমে এসব ফায়ার স্টেশন স্থাপন করা হচ্ছে। সরকারি অর্থায়নে ২০১৯ সালের মধ্যে এসব ফায়ার স্টেশন স্থাপনের জন্য চারটি প্রকল্পের মাধ্যমে ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। বর্তমানে সারাদেশে ৩৩০টি ফায়ার স্টেশন অগ্নিনির্বাপণসহ বিভিন্ন দুর্যোগে কাজ করে যাচ্ছে। ২০১৬ সালের জুলাই মাস থেকে ২০১৭ সালের জুন মাস পর্যন্ত সারাদেশে ১৮ হাজার ৪৮টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় ক্ষতি হয়েছে প্রায় ৪২৯ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৪৮ টাকা। এছাড়া আলোচ্য সময়ে আনুমানিক ২ হাজার ৪৯৮ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৪১৮ টাকা সম্পদ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা করা গেছে। উল্লেখিত ঘটনাগুলোর শতকরা ৭৫ ভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া চুলার আগুন, সিগারেটের টুকরা থেকেও কিছু আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া উত্তপ্ত ছাই বা জ্বালানি, ছোটদের আগুন নিয়ে খেলা, যন্ত্রাংশের ঘর্ষণজনিত কারণেও কিছু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্কুল কলেজ, হাসপাতাল, বিপণিবিতান ও বহুতল ভবনে ফায়ার সার্ভিসের টিম গিয়ে বিভিন্ন সময়ে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং দুর্ঘটনায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে থাকে। অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় কি কি করতে হবে, সে ব্যাপারে সাধারণ জনগণকে সচেতন করা হয়। বর্তমানে বিভিন্ন ধরণের অগ্নিকান্ড, দুর্ঘটনা ও ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় কমিউনিটি লেভেলে ৬২ হাজার স্বেচ্ছাসেবক তৈরির বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ইতোমধ্যে ৩৬ হাজার ভলান্টিয়ারকে প্রশিক্ষণ প্রদান করে তাদের দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষম করে গড়ে তোলা হয়েছে। কমিউনিটি লেভেলে এই ৬২ হাজার স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত করা গেলে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে তারাও উদ্ধার কাজে অংশ নিয়ে অনেক জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সক্ষম হবে এবং তৃণমূল পর্যায়ে অগ্নিনির্বাপনে দক্ষ কর্মী গড়ে তোলা সম্ভব হবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় মুহুর্তে দ্রুততার সাথে দূর্যোগ মোকাবেলা করা সহজতর হবে।



বিষয়: বিবিধ

৫৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383631
২৪ জুলাই ২০১৭ রাত ০৮:৪৫
হতভাগা লিখেছেন : ১৯৯৬ এ বঙ্গবাজারে মাস খানেকের ব্যবধানে ২ বার আগুন লাগে। সেখান থেকে মাত্র ৩০ গজ দুরে রাস্তার বিপরীত দিকে ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মূল ভবন. কিছুই করতে পারে নি । ( নাকি ইচ্ছে করেই করে নি?)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File