ব্যার্থ আমি

লিখেছেন লিখেছেন মোঃ জিয়াউল এসহাক জিয়াস ১০ অক্টোবর, ২০১৬, ১০:৪৯:৫৪ রাত

কেনো যে এই পৃথিবীতে অপূর্ণতা নিয়ে

এলাম.. বুঝলাম না।

শুধু লেখার মাঝেই আবেগ আর

ভালোবাসা ছড়িয়েছি। বাস্তবে পেয়েও

তা পারলাম না। কারন, আমি সব দিক

দিয়ে ব্যার্থ। সব দিক দিয়েই আমার

অপূর্ণতাই ঘেরা। অক্ষম আমি।

জীবনের কাছে আজ হয়তো হেরে

গেলাম আমি। জানি না,

আমার আর বেঁচে থাকা হবে কি না।

হয়তো এই পৃথিবী থেকে আমাকে

চিরতরে বিদায় নিতে হবে। এ ছাড়া

আমার আর কোনো পথ নেই।

সব পথ এখন আমার জন্য

বন্ধ। আমি এখন চোখের দৃষ্টি

থাকতেও অন্ধ। জীবন থাকতেও মৃত।

আর এই জীবন নিয়ে বেঁচে থাকার

কোনো মানে হয় না।

বিষয়: বিবিধ

৯৯৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

378611
১২ অক্টোবর ২০১৬ রাত ০২:১৩
নূর আল আমিন লিখেছেন : "বেচে থাকার কোন মানে না হইলে ইন্দুরের বিষ খাইয়া মইরা জাহান্নামে যান -_;

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File