তোমার মা আছে মা?
লিখেছেন লিখেছেন আমি আল বদর বলছি ১৩ মে, ২০১৮, ০৭:০৭:০৫ সন্ধ্যা
এই ছবিটা সত্যি বড্ড কাঁদাল আমাকে। কি চরম আকুতি!! মার একটু ছোঁয়া পাওয়ার একজন ইরাকি আর্টিস্ট একটি এতিমখানা থেকে ছবিটি তুলেছেন !! বাচ্চাটার মা নাই ,
.
মা কে কখনো সে দেখেও নাই অনেক ইচ্ছা করে তার, মায়ের কোলে ঘুমাতে তাই মেঝেতে মা কে এঁকে তার কোলে ঘুমিয়ে পড়ে বাচ্চাটা !!
ইস একবার ভেবে দেখেছেন মা নামক জিনিসটির জন্য ঐ মেয়েটি কতটা অসহায় হয়ে পড়ে গেছে, ভাবলেই গা শিওরে উঠে, মেয়েটি মা কি মা দেখতে কেমন মায়ের ভালবাসা কেমন কিছুই অনুভব করতে পারেনি, আজকে না কি মা দিবস -আমি মা বলতে খালি একটা জিনিসই বুঝি এই মানুষটাকে কোনোদিন কিছু বলতে হয় নাই, মন ভালো কি মন খারাপ, কেন ভালো কেন খারাপ – সউব্ব বুঝে যায়।
.
আমি যতবার বাসায় যাই, ততবারই তো ওইদিন আমার মা-বাবা-বোন-ভাই-বন্ধু দিবস,এটা আবার নতুন কি !!
পরিবার ঘিরে থাকা এই আদুরে জগতে এইসব ছাইপাশ দিবস বড্ড বেমানান। তারপরও বলবো, যদি খুব ব্যস্তই থাকুন, কিংবা প্রতিদিনই মার সাথে খুনসুটির সম্পর্ক থাকে তবু একটি এইদিনটা শুধুই মা র জন্য থাক। আর যারা তাকে হারিয়েছেন একটু বেশি সময় নিয়ে সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করুন। আল্লাহ যেন আমাদের সবার মা দেরকে- যারা জীবিত আছেন এবং মারা গেছেন, তাদের উপর রহমত বর্ষণ করেন।
.আল্লাহ যেন আমাদের সবাইকে তাদের জন্য দয়া, ধৈর্য এবং ভালবাসা দান করেন।
.
” রাব্বির হামহুমা কামা রব্বায়া-নি সগীরা”…“ মায়ের সাথে থাকো, কারণ জান্নাত তাঁরই পদতলে” (ইবনে মাজাহ, সুনান, হাদিস নং ২৭৭১) আরেকটা জিনিস, আজকাল অনেক খুন-খারাবি হচ্ছে যার মধ্যে মা তার সন্তানকে মেরে ফেলার মতো জঘন্য বিষয়ও আছে।
.
আমরা তো জানিই, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মা-সন্তানের সম্পর্ক স্বর্গীয়, সেটাকে
প্রশ্নবিদ্ধ করবার আগে আমাদের নিজেদেরই কি শোধরানো উচিত না?? আপনারা যারা আজ মা দিবসে মাকে নিয়ে লিখতেছেন আহলে কি অন্তত একটা প্রতিজ্ঞা করতে পারি না যে, বৃদ্ধাশ্রম” নামক বিভীষিকাময় জায়গায় এই স্বর্গীয় মানুষগুলোকে কখনো ফেলে আসবো না ??
বিষয়: বিবিধ
৮৮০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মা দিবস তারাই করে যারা বৎসর ভর মা'র সাথে থাকে না। সরকার তাই মা'র প্রতি শ্রদ্ধা দেখাতে একটা দিন ঠিক করেছে যাতে অন্তত ঐ দিনটা সন্তান মায়ের খোঁজ নেয়। ধন্যবাদ।
তবে আমার কাছে মনে হয় একদিনের জন্য মা দিবস উদযাপন করা মানে মা কে ছোট করা,
বছরের ৩৬৫ দিনইতো আমার মা দিবস, মা দিবস পালন করার জন্য একদিন ধার্য করার কোন প্রয়োজন হয়না ৷
কারন আমার কাছে “আমার মা ই পৃথিবীর শ্রেষ্ঠ নারি" তাই আমার কাছে তিনি শুধু একদিনের নয় সব দিনেই স্পেশাল ৷
তাই মা দিবস উদযাপন করে মা কে ছোট করতে
পারলাম না,
SORRY Mother's day ৷
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য
মন্তব্য করতে লগইন করুন