বাংলাদেশে কোটা বাতিল: প্রজ্ঞাপন জারিতে বিলম্ব কি সরকারি কৌশল

লিখেছেন লিখেছেন নুর হুসাইন ১৩ মে, ২০১৮, ০৪:১৩:৪৩ বিকাল

বিবিসি’র এই রিপোর্টটা পড়ে দেখুন। তারা প্রতিষ্ঠা করতে চাইছে, প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণ দিলেও, এটা বাস্তবায়নের কোন সময় বেঁধে তা বলেননি।

তারা ভুলিয়ে দিতে চায়, আন্দোলনকারীদের সাথে সমঝোতা বৈঠকে বসে ওবায়দুল কাদের ও নানকের করা অংগীকারের কথা। বিবিসি’র চালাকিটা শুধু এখানেই নয়, তারা বারেবারে প্রচার করছে, এই আন্দোলনের নেতৃত্ব প্রদানকারীরা শিবির-এর লোক। একটু ভেবে দেখুন কত অসত্য, মিথ্যা ও কি ভয়ংকর প্রচরণা বিবিসি চালাচ্ছে!

আর তারা এই তথ্যগুলো প্রচার করছে ক্ষতিগ্রস্ত পক্ষের কোন বক্তব্য ছাড়া একতরফা ভাবে। এই ক্ষেত্রে সাংবাদিকতার কোন রীতি- নীতিই তারা মানছে না।

ওখানে কর্মরত সাংবাদিকরা (সাবির মুস্তফার নেতৃত্বে) কতটা দলবাজ, তা একবার ভেবে দেখুন!

বিষয়: বিবিধ

৫৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File