MS Word এর লেখা ফরমেটিং সহ পেস্ট করার উপায়

লিখেছেন লিখেছেন ওবাদা বিন সামেত ২৯ জুন, ২০১৬, ০৬:৩০:৩৭ সন্ধ্যা

আমরা কেউ যদি এমএস ওয়ার্ড থেকে কোন লেখা এই ব্লগে পেস্ট করতে চাই, তাহলে তা তার বোল্ড, জাস্টিফাই ইত্যাদি সব ফরমেটিং অক্ষুন্ন রেখে পোস্ট করা যাবে কি? যদি এ সুযোগ না থাকে, ব্লগের টেমপ্লেটকে আরো উন্নত ও আপগ্রেড করার মাধ্যমে এই ব্যবস্থা করা সম্ভব কি? অন্যান্য ব্লগার ভাইয়েরা কি এটার প্রয়োজন মনে করেন?

তবে শুধু বোল্ড লেখাগুলো কনভার্ট করে ব্লগের উপযোগী ফরমেটে আনার একটা উপায় পাওয়া গিয়েছে। প্রথমে Ctrl+F চেপে Find অপশনে গিয়ে More>Format>Font-এ যান এবং Bold স্টাইল নির্বাচন করুন। তারপর Replace অপশনে গিয়ে

লিখে Replace All দিয়ে দিন।

অবশ্য বোল্ড ছাড়া অন্যান্য অপশন যেমন লেখাকে জাস্টিফাই করা ইত্যাদির উপায় এখনো জানা যায়নি। Justify করার উপায় পরীক্ষা করতে গিয়ে আমার একটি পরীক্ষামূলক পোস্টকে রীতিমতো লক করে ফেলেছি, যেটা এডিট বা ডিলেটও করতে পারছি না। এইচটিএমএল কোড পরীক্ষা করতে গিয়ে যদি ব্লগের নিয়ম লংঘন হয়ে গিয়ে থাকে, তাহলে সেজন্য দু:খিত।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File