হিন্দু সম্প্রদায়ের জন্য ২শ' কোটি টাকা থোক

লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম জসিম ০৩ জুন, ২০১৬, ০৮:০২:৪৩ রাত





ঢাকা: এবারের বাজেটে বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জন্য ২শ' কোটি টাকা থোক বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ থোক বরাদ্দের প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতির পরিবেশ নিয়ে আমরা গর্ব করতে পারি। দেশে এখন প্রায় ২৪ হাজার মন্দির আছে। এর মধ্যে পাঁচ হাজার ৫০০ মন্দিরে শিশু শিক্ষার প্রকল্প চালু থাকায় এদের অবস্থা তুলনামূলকভাবে ভালো।

তিনি বলেন, বাকিগুলোতে অধিকতর মেরামত ও সংরক্ষণের প্রয়োজন রয়েছে। একটি ‘হিন্দু কল্যাণ ট্রাস্ট’ অনেকদিন আগেই প্রতিষ্ঠা করা হয় যার সামান্য আয় থেকে সীমিত পরিসরে মন্দিরগুলোর উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়।

মন্ত্রী বলেন, নারায়নগঞ্জের লাঙ্গলবন্দ হিন্দু সম্প্রদায়ের একটি তীর্থস্থান, যেখানে প্রতিবছর দেশ-বিদেশের অগণিত হিন্দু ধর্মাবলম্বী পুণ্যস্নান করে থাকেন। তীর্থস্থানটিতে পুণ্যার্থীদের জন্য অবকাঠামোগত সুযোগ-সুবিধা সম্প্রসারণের প্রয়োজন রয়েছে।

এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে ২০১৬-১৭ বাজেটে ২০০ কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিষয়: রাজনীতি

১০৪৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370937
০৪ জুন ২০১৬ সকাল ০৯:০৩
শেখের পোলা লিখেছেন : দেশের টাকা বেশ ভাল খাতেই লগ্নি হল। জিতে রহো বাঙ্গাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File