আবারো ভারতীয় খপ্পরে পড়তে যাচ্ছে দেশীয় আমের বাজার

লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম জসিম ০৩ জুন, ২০১৬, ০৯:৫০:০৭ সকাল



২০১৪ সালের মতো আবারো বাংলাদেশের আম বাজার ধ্বংসে কঠিন চক্রান্ত শুরু করেছে ভারতীয় দালালগুলো। দেশের বাজারে মাত্র আম আসা শরু হয়েছে। কিন্তু এই আম ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে ভারত। কারণ সম্প্রতি মুশরিক ভারতীয়দের গোচনা মিশানো বিষাক্ত আম বিশ্বের প্রায় সবদেশই নিষিদ্ধ ঘোষণা করেছে। সেজন্য তাদের গোয়েন্দা দল ‘র’-এর এদেশীয় দালালদের মাধ্যমে চেষ্টা করছে বাংলাদেশের আমের স্থানে ভারতীয় আম বাংলাদেশের বাজারে পাঠাতে। আর এর জন্য তারা একটি পলিসিও বের করেছে। সেটার নাম ‘ফরমালিন’। এ ফরমালিনের নামে এদেশীয় ‘র’-এর দালালরা মিডিয়াকে ব্যবহার করে ব্যাপক অপপ্রচারে নেমেছে। এভাবে দেশীয় আম বাজার শূন্য করার চেষ্টা করা হচ্ছে। যেটা এর আগে ২০১৪ সালে করা হয়েছিলো ব্যাপকভাবে। অথচ সরকার যদি সত্যিই বিষমুক্ত ফলের ব্যাপারে আন্তরিক হতো তাহলে তাদের উচিত ছিলো, যে সকল স্থানে বা কারখানায় ফরমালিন মেশানো হচ্ছে, সে স্থানগুলোতে অভিযান চালানো। এতে করে ক্ষতির হাত থেকে যেমনিভাবে খুচরা আমের ব্যবসায়ীরাও বাঁচবে, তেমনি রক্ষা পাবে দেশের অন্যতম বিখ্যাত ফল আম, সাথে সাথে চাঙ্গা থাকবে দেশের অর্থনীতি। তাই সরকারকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে দ্রুত, না হয় এভাবেই একে একে ধ্বংস হতে থাকবে দেশের ব্যবসা-বাণিজ্য, ভেঙ্গে পড়বে অর্থনীতি।

বিষয়: রাজনীতি

১২০৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370901
০৩ জুন ২০১৬ রাত ০৮:০৪
শেখের পোলা লিখেছেন : ভারতীয় পন্য দেবতার প্রসাদ। অবহেলা জনগান করলেও সরকার পারেনা। তাই নিজের নাক কেটে হলেও ওদের আসতে দিতেই হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File