২০১৬-২০১৭ অর্থবছরে বাজেটে সিম বা রিমের মাধ্যমে প্রতিদিন প্রায় ২৫ কোটি ৭৩ লক্ষ টাকা লুট হবে।

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ০৩ জুন, ২০১৬, ০৫:২৫:২৫ বিকাল



লুটপাটের ক্ষেত্র তৈরী করে জনগনের পকেট কেটে নেয়ার ধান্দাবাজি ...

জোর করে জনগনের কাছ থেকে প্রতিদিন প্রায় ২৫ কোটি ৭৩ লক্ষ টাকা লুট হবে।

বায়োমেট্রিক পদ্ধতিতে পুনর্নিবন্ধিত হয়নি প্রায় ২ কোটি ৩৭ লাখ সিম।

গত সোমবার বিটিআরসির এক নির্দেশনায় বলা হয়েছে, বন্ধ হয়ে যাওয়া সিম আবার চালু করতে নতুন সিম কেনার নিয়ম অনুসরণ করতে হবে। বর্তমানে বায়োমেট্রিক পদ্ধতিতে একটি নতুন সিম কিনতে অপারেটরভেদে ১৫০ থেকে ২০০ টাকা দাম রাখা হয়। এর মধ্যে সরকার সিমকর হিসেবে পায় ১০০ টাকা।

বাজেট:

মোবাইলে ১০০ টাকা রিচার্জে কথা বলা যাবে ৭৯ টাকার

মোবাইল ফোনের সিমের প্রতিটি সেবার সঙ্গে যোগ হবে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক), ১ শতাংশ সারচার্জ এবং ৫ শতাংশ সম্পূরক শুল্ক। এই শুল্কটি নতুন বাজেটে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে ১০০ টাকার টকটাইম রিচার্জ করলে কথা বলা যাবে ৭৯ টাকার।

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের জন্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এই শুল্ক আরোপের ফলে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা, বার্তা আদান-প্রদান, ইন্টারনেট ব্যবহারসহ সবধরনের সেবার খরচ বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘সিম ব্যবহারের ওপর সম্পূরক শুল্ক তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ বৃদ্ধির ফলে আমাদের গ্রাহকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে। এখন থেকে একজন গ্রাহককে ১০০ টাকার টকটাইমের জন্য ১২১ টাকা ৭৫ পয়সা ব্যয় করতে হবে।’



বাজেট পাশের আগেই মোবাইলের বাড়তি কর কার্যকর


http://www.sheershanewsbd.com/2016/06/03/130331

সংসদে বাজেট প্রস্তাবের দিন থেকেই কার্যকর হয়েছে মোবাইল ফোন ব্যবহারের ওপর বাড়তি খরচ। বৃহস্পতিবার রাতেই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক এসআরও জারি করে টেলিকম কোম্পানিগুলোকে তা কার্যকরের নির্দেশনা দেয়। রাতেই ওই নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে মোবাইল অপারেটরগুলো

বর্তমানে দেশে চলতি বছরের এপ্রিল শেষে দেশে মোবাইল ও ইন্টারনেট গ্রাহকের সংখ্যা যথাক্রমে প্রায় ১৩ কোটি ২০ লাখ এবং ৬ কোটি ২০ লাখে উন্নীত হয়েছে বলে জানিয়ে পরিসংখ্যান তুলে ধরে অর্থমন্ত্রী জাতীয় সংসদে বেশ লম্বা কাহিনী বলেছেন।

বিষয়: বিবিধ

১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370898
০৩ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
শেখের পোলা লিখেছেন : আরও কত কি হবে যা চেতনার ফাঁসে আটকে পড়া বাঙ্গালীর জানার বাইরে রয়ে গেছে আল্লাহ জানে।এ গুলো সেই 'সোনার বাংলা শ্বশান কেন' এর উত্তর।ধন্যবাদ।
370902
০৩ জুন ২০১৬ রাত ০৮:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাইতে খাইতে এখন শুধু দেশের স্বাধিনতা(নামমাত্র) টাই বাকি!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File