বাঘ ও জংগি বিত্তান্ত
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০১ জুলাই, ২০১৬, ১০:৪২:২৭ সকাল
১.
জঙ্গলে বসে বিড়ি খাচ্ছিল চিতা।এক ইঁদুর এসে বলল,“ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস। দেখ জঙ্গল কত সুন্দর”।
চিতা ইদুরের সাথে যাইতে লাগলো।
সামনে হাতি সিগারেট খাচ্ছিল।ইঁদুর হাতিকেও একই কথা বলল।
এর পর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো।
কিছুদুর পর তারা দেখল বাঘ বসে পড়াশুনা করছে। ইঁদুর বাঘরে বলল,দেখো ভাই তোমারে পড়ার নেশায় পাইছে।নেশা করা ভাল না।চল আমার সাথে। এই জংগলের সৌন্দর্য্য দেখে আসি।বাঘ তখন ইদুরকে দিল কইসা এক চড়়!!
হাতিঃ-বেচারাকে কেন মারতাছ??
বাঘঃ-এই শালা কালকেও গাজা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরাইছিল !!
........
২.
এক দেশে তরুনরা একটু কষ্ট করে পড়াশুনা করে ভাল রেজাল্ট করছিল।পরীক্ষায় নকল নেই,প্রশ্নপত্র ফাস নেই।তখন সে পথ দিয়ে যাচ্ছিল এক লোক।সে বলল তোমরা এত কষ্ট কেন করছ,আমার কাছে সৃজনশীল আছে।কষ্ট করে মুখস্ত করে কেন যাবা, পরীক্ষার হলে গিয়া বানায় লিখো।তারপর দেখল না হচ্ছেনা।এবার নাও প্রশ্নপত্র। উত্তর দেখে লেখ।তাও হচ্ছেনা।ঠিক আছে যাও বই ই পাল্টাই দিমু।সব সহজ জিনিস দিছি।এইবার পারবা।সবাই চলল তার সাথে!তার পিছু পিছু!
.
সেদেশে ভার্সিটি-মেডিক্যাল পড়ুয়াদের রাত জেগে পড়তে হয়।প্রচুর পড়াশুনার চাপ।সেই লোক সমস্যা সমাধানে হাজির।আসো আমার সাথে।এই নাও রাত জাগার বড়ি।খাও আর মজা নেও।তারপর সেই বড়ির কার্যকারীতা এখন কলেজ পেরিয়ে স্কুলেও পৌছে গেছে।সবাই চলছে সেই লোকের সাথে!তার পিছু পিছু!
.
গৃহিনী,মহিলা,ছাত্রী আর অফিস ফেরত কর্মব্যস্ত মানুষ সন্ধ্যার পর টিভিতে বিনোদনের আশায় একটু বাংলা নাটক-টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান দেখে।সেই একই লোকের আগমন ঘটল এবার ২১ টা টিভি চ্যানেল নিয়া।তোমরা এইসব কি দেখো?আসো আমার সাথে।দেখো ক্রাইম পেট্রোল, আহাত,জি বাংলা,স্টার জলসা-পরকিয়া,পরনিন্দা আর কূটনামি।সবাই চলল তার সাথে।তার পিছু পিছু!
.
তো সবাই যখন চলছে সেই লোকের পিছু পিছু।সামনে পড়ল মসজিদ-মাদ্রাসার আলেম ওলামা আর মোল্লা- হুজুর রা।জিজ্ঞেস করল,কই যাও তোমরা?সেই লোক বলল,আমি এদের জীবনের সৌন্দর্য্য দেখাতে নিয়ে বের হয়েছি।হুজুর দিল কষে চড়।সবাই সমস্বরে বলিয়া উঠিল,আহা করেন কি!করেন কি! বেচারির কি দোষ?
ঈমাম কহিলেন-এই লোক ধর্মনিরপেক্ষতা খাইয়া আমাগোরে পথে নামাইছে,আর তোমরা তার পিছু পিছু ছুটছো?
মোরাল অব দ্যা স্টোরি: বাঘ হইল খারাপ প্রাণী,এরা সাম্প্রদায়িক, জংগি!তারপর থেকে সেদেশে বাঘের সংখ্যা তাই দিন দিন বিলুপ্তপ্রায় !
বিষয়: রাজনীতি
১০৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গল্প মাশাআল্লাহ ফাটাফাটি হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন