একজন বাবুল ভাই ও জংগিতত্ত্ব
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ২৭ জুন, ২০১৬, ১০:১১:৩৭ রাত
এক পাগল এক চাইনিজকে জিজ্ঞেস করছে, "তুমি কি আমেরিকান?"
চাইনিজঃ না...আমি চাইনিজ।
পাগলঃ তুমি আমেরিকান না?
চাইনিজঃ না, আমি চাইনিজ।
পাগলঃ মিথ্যা বলছ, তুমি অবশ্যই আমেরিকান।
চাইনিজ লোকটি শেষে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বাবা। আমি আমেরিকান। খুশি?
পাগলঃ চেহারা দেখে তো মনে হয় তুমি চাইনিজ।
.
মিতু ভাবী খুন হলেন।বাবুল ভাইয়ের সাথে দেশবাসী ব্যথিত হল।ছোট দুই বাচ্চা কোলে বাবুল ভাইয়ের ছবি ইমোশনাল করে দিল জাতিরে।সুপারকপ আবেগময়ী স্ট্যাটাসে জানান দিলেন বাবুল ভাইয়ের কীর্তি-সাফল্যগাথা।সাথে জংগি দমনে বাবুল ভাইয়ের অর্জন যুক্ত করে এতে জংগি সংশ্লিষ্টতা আবিষ্কৃত হল।সবাইকে বলা হল ইহা জংগিরাই করেছে।
.
সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বলেন জংগিরা করেছে।
আমরা বলি 'মনে হয়না'।
বিকালে বলেন বিএনপি করেছে।
আমরা বলি 'মনে হয়না'।
রাতে বলেন জামাত শিবির করেছে।
আমরা বলি 'মনে হয়না'।
অতপর অভিযান হল,সাড়াশি অভিযান! ভাবী হত্যার বদলা!
৭ দিনের সেই অভিযানে ১৫০০০ হাজার গ্রেপ্তার, যার মধ্যে ৬ জন বন্দুকযুদ্ধে নাই!
তাও আবার রমযান মাসে!
অবশেষে আমরা মেনে নিলাম!
বললাম,’জ্বী, জংগিরাই মারছে! খুশি?'
এখন আমাদের পুলিশ বলছে, 'চেহারা দেখে তো মনে হয় 'বাবুল'।'
.
শুনেছি বাবুল ভাই জংগিদমনে একটু বেশি সফল ছিলেন।এটা ছিল ওনার প্লাস পয়েন্ট।
প্লাস শিবিরের প্রতি উনি নমনীয়,এই তত্ত্ব বিদেশে বসে আমাদের একজন দিয়েছেন।
সো প্লাসে প্লাসে মাইনাস!
বাবুল মাইনাস।
ফাকে সাড়াশি অভিযান দিয়ে বিম্পিজামাত রেও শিক্ষা দেয়া গেছে!
লাঠি কিন্তু ভাঙ্গে নাই!
.
এক ভাবির মৃত্যু তাই এখন আর
লক্ষ দেবরের জন্য নয় শুধু ঈদ বোনাস,
সাথে বাবুল আর বিম্পিজামাত মাইনাস!
আসুন পড়ি সবাই,কুল আউজুবিরাব্বিনাস।
বিষয়: রাজনীতি
৯৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন