উপদেশ নিয়ে উপদেশ

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৭ জুন, ২০১৬, ০৯:৪৭:২৯ সকাল



.

'বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান' চালের মূল্যবৃদ্ধিতে জাতির কাছে তখন ওটাই ছিল বিকল্প! এই বাণীর প্রবক্তা কে ছিল,তা আজও জানা যায়নি।তারপর বাড়ল আলুর দাম।মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব তখন জাতিকে বেশী করে ডিম খাওয়ার উপদেশ দিলেন!

.

তখন আমি বুঝতে পারিনি,কিন্তু আজ বুঝি!  উপদেশ আসলে সবাই দিতে পারে না!

যেমন ঈদে বাড়ি যাবার সময় ঘরে তালা লাগিয়ে যাবার উপদেশ আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছিলেন!

চিন্তা করেন! কত্তবড় উপদেশ!

.

ধর্ম-কর্ম করতে চাইলে সৌদি আরব চলে যাবার উপদেশ দিয়ে দেশের আপামর মুসুল্লি সমাজের মনের মণিকোঠায় ঠাই করে আছেন সুরঞ্জিত বাবু।

আমি আগেই বলেছি-উপদেশ আসলে সবাই দিতে পারে না! কিছু ক্ষনজন্মা মহাপুরুষ-কালপুরুষ (ভুল করে কালবিড়াল পড়বেন না) গনই কেবল এই গুন পেয়ে থাকেন।

.

উপদেশ দেয়াও একটা বিরাট কাজ।এটা আমি প্রথম জানতে পারি প্রাচীন তত্ত্বাবধারক সরকারের আমলে।১১ জন উপদেষ্টা! তাও আবার ৩ মাসের জন্য!ওনারা সবাই আসলেন,উপদেশ দিলেন,আবার চলেও গেলেন।

আফসোস আজও জানতে পারলাম না, উপদেশ টা আসলে কি ছিল!

.

আপনার মতে,কার সবচেয়ে বেশি উপদেশ  প্রয়োজন?

উপদেষ্টাদের বেতন প্রদানের মাধ্যমে উপদেশ দেয়াকে শিল্পের পর্যায় নিতে প্রথমে বিএনপি পরে আওয়ামীলীগ অবদান রেখেছে (এখানে হাত তালি হবে দুই দলের জন্য)।

প্রধানমন্ত্রীর এখন রাজনৈতিক,অর্থনৈতিক,পররাষ্ট্র,

জ্বালানি,আইসিটি এইসব বিষয়ে  উপদেষ্টা লাগে।

না,ভুল বুঝবেন না।প্রধানমন্ত্রী এইগুলো কম বুঝেন,ব্যপার তা নয়।

উপদেশ আসলে প্রধানমন্ত্রী দেন,আর উনারা নেন!

এখানে জারক-বিজারকের ন্যায় ঘাপলা আছে!

.

'জ্বালানি উপদেষ্টা' কথাটা শুনে আমার চাচীর প্রতিক্রিয়া ছিল- 'হে কি মিনষেরে কেমনে জ্বালান যায়,হেই উপদেশ দেয়!’

.

আসুন আমরা দুইজন বিনামূল্যে উপদেশ দাতার ব্যাপারে কথা বলি।যদিও ওনারা বিনামূলে উপদেশ বিতরন করেন,তবুও কিছু পাকি দালাল আর স্বাধীনতার শত্রুরা ভিন্ন কথা বলে!এদের কথায় আপনারা কান দিবেন না!

প্রথমজন একমুখী শিক্ষাব্যবস্থা চালুর চেষ্টা করে সমালোচনার মুখে খানিকটা সরে এসে সৃজনশীল ব্যবস্থা চালুর উপদেশ দেন।যারা এটাকে পল্টি বলে তারা আসলে জাফর স্যার কে চিনেন না।চেতনাবিজ্ঞানের জনক মহান এই শিবিরসংস্কারক বিজ্ঞানি জাতিকে নেপচুন-পীথাগোরাস প্রজন্ম উপহার দিয়েছেন!

এছাড়াও স্যারের বিখ্যাত উপদেশ বানীর সংকলন 'তোমরা যারা শিবির করো’ বিশ্বের সব বড় বড় বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত হয়েছে!



আমাদের আরেক মহান ক্ষনজন্মা বিজ্ঞানী,গুগলের স্বপ্নদ্রষ্টা জয় স্যার।পৃথিবীর একমাত্র এবং ব্যতিক্রমী উপদেষ্টা জয় স্যার।

তিনি আপন মাকে উপদেশ দেন !

এবং এর বিনিময়ে কিঞ্চিৎ সন্মানির ব্যবস্থা আছে!

.

অনেক আগে হুমায়ূন আহমেদের বইয়ে পড়েছিলাম,এই জগতে সবচেয়ে ভাল উপদেশ দিতে পারে পাগলে!

তেমনি এক পাগল স্টেশনে দাঁড়ানো রেলওয়ের বগিগুলোকে উপদেশ দিচ্ছে-'বাবারা লাইনে থাকিস।'

বিষয়: Contest_priyo

১১৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File