আওয়ামী-নবতা
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৪ জুন, ২০১৬, ১১:৫৭:১৪ রাত
মাল সাহেব মানবতার কারনে ভারতকে ১০৫৮ টাকার ট্রানজিট মাশুল ১৯২ টাকা নির্ধারণ করেছেন।অন্যদিকে মানুষকে বাচানোর জন্য সিগারেটের অল্প কিছু ট্যাক্স বাড়িয়েছেন। তরুনপ্রজন্মের মোবাইলপ্রীতি কমাতে কিছুটা ট্যাক্স বাড়িয়েছে।
সব-ই মানবতার কারনে! সমালোচকরা বুঝল না!
.
এই প্রথম মাল সাহেব জাতিকে উদ্ধার করলেন।আজ বলেছেন, তিনি বিএনপির কোন অস্তিত্ব খুজে পান না।তিনি অবশ্য শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের অস্তিত্ব খুজে পেয়েছিলেন!বাংলাদেশ ব্যাংকে টাকা লুটের ঘটনায় নিউইয়র্ক ফেডারেল ব্যাংকের জড়িত থাকার অস্তিত্ব খুজে পেয়েছিলেন!
শেয়ারবাজারে পেয়েছিলেন ফটকাবাজদের! কোন মানবতা হবেনা!
.
ফখরুল সাহেব ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হয়ে জাতিকে রক্ষা করেছেন,সেটা পুরান কথা।জাতি যখন বায়োমেট্রিক শেষে ভোটার আইডি কার্ড আলমারিতে তুলে রাখতে যাচ্ছে তখন উনি জানালেন যেকোন নির্বাচনের জন্য বিএনপি সব সময় প্রস্তুত!
শুনেছি সাপ মরার পরে সোজা হয়-ওনাদের আবার হঠাৎ কি হল!
রাকিব সাহেবের উচিত মানবতার কারণে বিএনপির জন্য 'ঈদের পর' একটা নির্বাচনের ব্যবস্থা করা!
.
সেই নাসিম সাহেব,যিনি মাটির নিচ থেকেও সন্ত্রাসী ধরে নিয়ে আসেন,তার বাড়ি ঘেরাও! কত্ত বড় সাহস এই নার্সদের!
পুলিশ মানবতা দেখিয়ে মৃদু লাঠিচার্জ করেছে! তাতে কারো গর্ভপাত হবার কথা না!
কথা হচ্ছে মানবতার।যার জন্মই হয়নি তার আবার কিসের মানবতা!
.
চট্রগ্রামে আজ সেলুনে সেভের ১০টাকা নিয়ে কথাকাটাকাটি।সেলুনের সেই ছেলেটি খুন!
বেটা তুই মানবতার খাতিরে ১০টাকা ছাড়তে পারলিনা,এখন মরে ১০টাকার আফসোস কর!
.
নাহিদ সাহেব বহিষ্কৃত ১১ কলেজস্টুডেন্টের বহিষ্কারাদেশ এর সমালোচনা করে কলেজ কর্তৃপক্ষের মানবিকতা আশা করেছিলেন।
রাজউকের ক্লাস সিক্সের দুই পিচ্ছি সেই মানবতার আস্তা দিয়েছে! জয়তু মানবতা!
.
গত কয়েক বছরে এ প্লাসের আবাদ ভাল হওয়ায় জাতিকে নবান্ন উৎসবের মিষ্টমুখ করিয়েছে মাছরাঙা টিভির আনোয়ার হোসেন!
জ.ই মামুন,নবনীতা আর মুন্নি আপারা তাই সাংবাদিকতার নীতির প্রশ্ন তুলেছেন!
চ্যানেলে সাক্ষাতকারদাতা এই ১৩ জনের মানবতা লংঘিত হওয়ার অভিযোগের তীর তাই অই সাংবাদিকের দিকে!
.
মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ।দেশে এখন মানবতার বাম্পার ফলন! দেশের চাহিদা মিটিয়ে কিছু মানবতা পাকিস্তান আর তুরষ্কে রপ্তানির চিন্তা সরকার করতেই পারে!
বিষয়: রাজনীতি
৮৮০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন