ধর্ম অবমাননা ও কানে ধরা

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ১৭ মে, ২০১৬, ০৭:৪১:৪১ সন্ধ্যা

দিনকাল যা পড়েছে ।দেশ টা দিন দিন খারাপ মানুষদের হাতে চলে যাচ্ছে।

সেদিন দেখলাম কেন টিসি দিছে এটা নিয়ে ফেসবুকে ইভেন্ট,আজকে আবার কেন কানে ধরে উঠবস করাইছে সেজন্য ইভেন্ট।

এরপর দেখা যাবে চোর চুরি করে ধরা খেয়ে এসে একটা ইভেন্ট খুলছে,'আমার কষ্টার্জিত সম্পদ ফেরত চাই,বাড়িওয়ালার বিচার চাই!'

এবার কাজের কথায় আসি।

শুধু সেলিম ওসমানের বিচার কেন চাইব?

সেলিম ওসমান শিক্ষক কে অপমান করে অন্যায় করেছে,আর সেই শিক্ষক আরেক ধর্মের প্রবর্তক কে অপমান করে খুব ভাল কাজ করেছে এমনটা যারা বিশ্বাস করেন তাদের বলব-

'যথেষ্ট মাল খেয়েছেন-এখন আপনার বাড়ি যাওয়া দরকার'

আর শুধু সেলিম ওসমানের বিচার চেয়ে যারা শাহবাগে যাবার ইভেন্ট খুলেছে,এদের পরিচয় নতুন করে দেবার কিছু নাই! এইটুকুই বুঝেন,আবার শাহবাগ!

এরা ফেসবুক ইভেন্টে প্রচার চালাচ্ছে 'আজ শিক্ষক নয় বাংলাদেশ অপমানিত!'

কেমন করে বাংলাদেশ অপমানিত হল?

আরেক ধর্মের প্রবর্তক কে গালি দেয়া একজন শিক্ষক কি বাংলাদেশের শিক্ষকসমাজের প্রতিনিধিত্ব করে!

তাহলে আমিও বলতে পারি 'এরা একজন সাংসদ সেলিম ওসমানের বিচার চায়নি,এরা ৩০০ সাংসদ তথা বাংলাদেশের বিচার চেয়েছে।'

তাই আমি এই ইভেন্ট ক্রিয়েটর/ হোস্টদের বিরুদ্ধে রাষ্ট্রদোহীতা অভিযোগে এনে, এর বিচার চাই!

শিক্ষক যখন এই ধরনের কাজ করবেন তখন তাকে শিক্ষক হিসেবে নয় একজন অপরাধী হিসেবে ট্রিট করেন,আবার সাংসদ যখন আইন নিজের হাতে তুলে নিবেন তখন তাকে একজন সাংসদ নয় আইন অমান্যকারী হিসেবেই ট্রিট করেন।একজনের অপরাধ দিয়ে তাদের পুরো সমাজকেই দোষারোপ করা থেকে বিরত থাকুন।

আমি শিক্ষকের নয়,বরং ধর্ম অবমাননাকরী সেই ব্যক্তির বিচার চাই।

এবং

একজন সাংসদের নয় আইন নিজের হাতে তুলে নেয়া ব্যক্তি সেলিম ওসমানের বিচার চাই।

ধর্ম নিয়ে যাদের এলার্জি আছে তারা নিচেরটুকু না পড়লেই ভাল।

৫ মে তে একটা পেজ থেকে হেফাজতে ইসলামের একটা ছবি দিয়ে ট্রল করে বলেছিল আজকে বিশ্ব কান ধরা দিবস। ওই দিন অনেক খারাপ লেগেছিল, আল্লাহর কাছে নিজের অপারগতা নিয়ে দোয়া করেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ কি মহান, মনের কষ্ট উড়িয়ে দিয়েছেন।বিশ্ব কানে ধরা দিবসের তারিখ আজ চেঞ্জ হয়ে গেছে।প্রতিবাদী ইভেন্ট খোলা হয়েছে-'আসুন কানে ধরি'!

কারা খুলেছে? সেই তারাই!

সেই উল্লাসকারী প্রত্যেকের কান ধরার ছবিতে আজ ফেসবুক আলোকিত!

জানেন সেদিন মতিঝিলে কতজন কুরআনের শিক্ষক ছিলেন?

আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ।

"তারা পরিকল্পনা করে, আল্লাহও পরিকল্পনা করেন। বস্তুতঃ আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম।"

[ আল -আনফালঃ ৩০]

'আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশীল, প্রতিশোধ গ্রহণকারী।' [আল ইমরানঃ৪]

আল্লাহু আকবর।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File