আমাদের একটা বন ছিল
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ১৭ মে, ২০১৬, ০৪:১৩:১৬ বিকাল
বাংলাদেশের সর্বদক্ষিনে একখানা বন আছে।আদর করে সবাই তাকে সুন্দরবন ডাকতো! প্রচলিত আছে এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট।একসময় এ বনে রয়েল বেংগল টাইগার বাস করত।এখন সব টাইগার ক্রিকেট খেলা শুরু করাতে বনে কোন বাঘ পাওয়া যায় না!
তাই শুধু পর্যটন মৌসুমে কলেজ ভার্সিটি পড়ুয়া কিছু পোলাপান ছাড়া কেউ এই বনের কোন খোঁজখবর রাখে না।অবশ্য দরকারও পড়ে না।যদিও কিছুদিন আগেই এই সুন্দরবন,যাকে প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে জিতিয়ে আনতে আমাদের প্রজন্ম ভোট ভিক্ষায় নেমেছিল।সেগুলো আজ শুধুই ইতিহাস!
আমাদের প্রজন্ম বুঝে গিয়েছে টাইগার পালনের জন্য এখন আর বন লাগেনা,ফ্লাডলাইট মানে বিদ্যুৎকেন্দ্র হলেই আমাদের চলে।
এত সুন্দর বন আমাদের দরকার কি? যেখানে মানুষের থাকার জায়গা নাই,উনি আছেন বনের চিন্তা নিয়া!
আইলা,সিডরে আমাদের স্থলভাগের ক্ষতির পরিমান অর্ধেক কমিয়ে দিয়েছিল এই সুন্দরবন,আর তাই আমরা বিদেশি সাহায্য পেয়েছি কম! তাছাড়া এই বনের কিছুটা অংশের দাবিদার ভারত,তাদের লাভ লসের ব্যাপারটাতো আমাদেরই দেখতে হবে!
জাতি হিসেবে আমাদের দায়িত্ব তাই সুন্দরবনের দাফন সম্পন্ন করা।এই কাজে ধর্মমতে দেরি করতে নেই,তাই আমাদেরও খুব তাড়া!
এতে ঘনঘন ট্যাংকার দূর্ঘটনা ঘটান হল,কিন্ত তারপরও মরছেনা! মরার আগে দাফন কিভাবে করবেন?এক কাজ করা যেতে পারে বৈদ্যুতিক শক দেয়া যেতে পারে!
তাই বিদ্যুতকেন্দ্র করেন! কিন্তু এখানেও বিম্পি -জামাত,তেল-গ্যাস কমিটি ওয়ালাগো যন্ত্রনা।
শেষ উপায়-বস্তি উচ্ছেদ থেরাপি!
কয়েকদিন আগে টানা চারদিন ধরে জ্বলছিল সুন্দরবন।
আমাদের গর্ব আমাদের একটা সুন্দরবন ছিল।
জ্বী,সেই একমাত্র ম্যানগ্রোভ বনের আজ এই দশা!মাত্র ১ মাসে ৪ বার আগুন দেয়া হয়েছে এই বনে!
আর আমরা টাইগার মোস্তাফিজ,তাসকিন,সাকিবে ব্যস্ত!
গত ২৭ মার্চ, ১৩ ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন লাগে। সে সময় বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করে স্থানীয় দুর্বৃত্তদের দায়ী করা হয়।
ওই ঘটনায় দুটি মামলাও করে বনবিভাগ। তবে এখনও আসামিদের কাউকে ধরা যায়নি।
এ ব্যাপারে সাইদুল ইসলাম বলেন, “গত দুবার সুন্দরবনে যে আগুন লেগেছে তা ছিল নাশকতা। স্থানীয় গুটিকয়েক দুর্বৃত্ত নিজেরা লাভবান হতে সুন্দরবনে আগুন দিয়েছে, তা আমাদের তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় আমরা বন আদালত ও থানা পুলিশে পৃথক দুটি মামলা করেছি।”
এই মামলার কারণে ওই চক্রটি ক্ষুব্ধ হয়ে আবার পরিকল্পিতভাবে সুন্দরবনে আগুন দিয়েছে বলে দাবি তার।
যাক,জানাজা চলছে! দাফনের জন্য অপেক্ষা করেন!
বিষয়: বিবিধ
১০৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন