জনমত তৈরির কৌশল ও মিথ্যার প্রকৃতি
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ১৭ মে, ২০১৬, ১০:০৭:০৮ সকাল
মিথ্যার একটা প্রকৃতি হচ্ছে,একে প্রতিষ্ঠিত করতে চাইলে আপনাকে অনবরত মানুষের কানের কাছে এটাকে বাজিয়ে যেতে হবে।বারবার বাজানোর কারনে এক সময় এরা এদের পক্ষে কিছু মুরীদ পেয়ে যায়, যারা মনে করতে থাকে, এটাই বুঝি সত্যি।
সব মানুষ না হলেও কিছু মানুষ বিশ্বাস করা শুরু করে দেয়,এরাই আবার পরে অন্যদের বুঝায় ইহাই সত্য।
একাত্তর টিভি- সেরকম ই একটা চ্যানেল।ইহাকে অনেকে বিটিভির স্যাটেলাইট ভার্সন কিংবা 'বিটিভি এইচ-ডি' ও বলে থাকেন।
এরা যদি একটা খবর পায় যে,অমুক এলাকার এক ছাগল কাঠাল পাতা বাদ দিয়ে গরুর হাড্ডি খাওয়া শুরু করছে,তাইলে পরের তিনদিন অনুষ্ঠান থাকবে এটাকে নিয়াই।লাইভ থাকবে,থাকবে টক শো,আরো থাকবে ফলোআপ নিউজ।তিনদিন কচলানোর পর মিথ্যার পর মিথ্যা,তারউপর মিথ্যা দিয়া মোটামুটিভাবে একটা জনমত তৈরি করে ফেলবে আসলেই ঐ ছাগল টা গরুর হাড্ডি খেয়েছিল আর এর পেছনে ছিল জামাত শিবির,হেফাজত কিংবা স্বাধীনতা বিরোধী শক্তি।
এরা পারেও!
বিষয়: বিবিধ
৭৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন