"সোনালি সে দিন গুলো এখনো মনে পড়ে"
লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ০৯ এপ্রিল, ২০১৬, ০৭:২০:১৫ সন্ধ্যা
আমার আজ হটাৎ আগের দিন গুলো মনে
পড়তেছে। সত্যিই এতো ভাল লাগে সে
দিন গুলোর কথা মনে পড়লে। আমার মন
বলে আবার সে দিনে ফিরে যাই। কত
খেলা যে খেললাম। কুতকুত/ গোল্লাছুট /
ক্রিকেট / ফুটবল। এখন সে খেলা কোথায়
যেন হারিয়ে গেল। আমি আমার বন্ধুরা
মিলে কত কিছু যে করেছি বন্ধুরা মিলে
রস/ ডাব আরো অনেক কিছু চুরি করে
খাইচি। আমার স্কুলের জীবনে কত যে
মজা করছি। স্কুল থেকে আসার সময় হেঁটে
হেঁটে আসতাম। আমরা প্রতি দিন একটা
বাগান দিয়া আসতাম মানে যেখানে
আম গাছ সেখানে আমরা কত যে মজা
করতাম বন্ধুরা মিলে চুরি করে আম
পাইড়া খাইতে খাইতে আসতাম। আগের
সে সোনালি দিন গুলোর কথা মনে পড়লে
আমার খুব আফসোস লাগে। অনেক সময়
চোখে পানি চলে আসে। কেন যে সে দিন
গুলো চলে গেল আর ফিরে আসবে না সে
দিন গুলো। অনেক সময় আমার রাতে ঘুম
আসে না। পরে আগের সে সোনালি দিন
গুলোর কথা মনে করি। আমি শুধু ভাবতে
থাকি আর আমার ঘুম চলে আসে। সে চলে
যাওয়া দিন গুলোর কথা বলে আর লাভ
নাই কারণ দিন গুলো আর ফিরবে না।
.
.
আই লাভ ইউ বাংলাদেশ ।।।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার যার গাছ থেকে চুরি করেছেন,তারতার কাছ থেকে মাফ চেয়ে নিয়েন, নইলে কিন্তু আখিরাতে,
লাবিউ বাংলাদেশ বলে পার পাবেন না
মন্তব্য করতে লগইন করুন