নিজেকে একটা প্রশ্ন করি বা করুন
লিখেছেন লিখেছেন ছোট ভাই ০৬ এপ্রিল, ২০১৬, ১২:১৫:৪০ রাত
রাতে ঘুমানোর সময় নিজেকে একটি প্রশ্ন করি বা করুন।
আর সেটা হল: আজকের দিনে সকাল থেকে ঘুমাতে যাবার আগ মূহুর্ত পর্যন্ত যে কাজক্রমগুলি সম্পাদন করেছি, তাতে কি ভাল বেশী ছিল নাকি মন্দ বেশী?
আল্লাহ তায়ালা যদি শুধু আজকের আমলের হিসাবটাই গ্রহণ করেন আমার নিকট থেকে তাহলে কি আমি পরিত্রান পাব?
যদি আমরা উত্তর হয় হা, তাহলে আগামী থেকে আরো বেশী করে ভাল কাজ করার চেষ্টা করব।
আর যদি উত্তর হয় না, তাহলে আল্লাহর দিকে আরো বেশী অগ্রসর হওয়ার চেষ্টা করবো। মানে করতেই হবে, না হলে উপায় নেই।
তাই আসুন প্রতি রাতে আত্ম সমালোচনা করি।
বিষয়: বিবিধ
৯৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনিই আমার লেখাতে সর্বপ্রথম মন্তব্য করেছেন।
আর আজই আমি মন্তব্য করার সুযোগ পেলাম
মন্তব্য করতে লগইন করুন