_______ `,^ সেমিনার ^,`________

লিখেছেন লিখেছেন ক্রুসেড বিজেতা ০৬ এপ্রিল, ২০১৬, ১২:২৬:০৯ রাত

কালো মেঘেরা ঢেকে রেখেছে

আকাশকে আজ,

বিদঘুটে অন্ধকার ভাবনার জগত্

আনমনের ভাবনায় সু-দূর অতীত,

স্মৃতিরা সব উপহাসকরে চলেছে

নির্মোহ সুবোধ বালক নিয়ে;

অসময়ে ভূতুড়ে প্রেতাত্নার বিদ্রুপের হাসি

জ্বালাময়ী পীড়নের চুড়ান্ত শিহরন।

সুদূর অতীত তিক্ত অভিজ্ঞতা,

লাঞ্ছনা পশুশ্রমের কাঁড়ি কাঁড়ি টাকা;

অগণিত শুভাকাঙ্ক্ষী কাছের গ্যালাক্সি তাঁরা

সব কিছুই অচেনা অজানা;

সময় স্রোতে পরিবর্তনের ছোয়া।

বড়ই নির্মম স্বার্থান্বেষী সংসার,

নির্মমতার লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের নেশা;

লর্ড ক্লাইভদের নীলাভ সূক্ষ্মা-সুচতুর আলপিন,

বিন্দু বিন্দু রক্তে জমানো জীবন নয় চেরাগের আলাদিন।

নেশার মিশকালো মহারথীর আয়োজনে,

মিটিমিটি হাসে আকাশ

মেঘের আড়ালে লুকিয়ে;

হিম রাতের নির্জন দুপুরে

হো হো করে হাসে বালক

আকাশ পানে তাকিয়ে ।।

বিষয়: সাহিত্য

১০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366758
২২ এপ্রিল ২০১৬ রাত ১১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইশরে, যা বুঝিনা তাই কেবল লিখে বেড়ায়রে!
366763
২৩ এপ্রিল ২০১৬ রাত ০১:১৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : কপালটাই বোধহয় খারাপ,,,, এই ব্লগে কবিও নেই কবিতার পাঠকও নেই,, যাইহোক- চেষ্টায় তো আর দোষের কিছু নেই,, ইনশাআল্লাহ সমমনা 3/4 জন কবিতা প্রেমী ব্লগে নিয়ে আসব। গাজী সাহেব- আপনি ধৈর্য সহকারে মনোযোগ বিনিয়োগ করলে বুঝতে পারবেন এবং মজা পাবেন বলে আশা করা যায়,, বিফলে MB ফেরত Winking

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File