নীলাম্বরী

লিখেছেন লিখেছেন চিরকুট ১১ জানুয়ারি, ২০১৬, ০৩:৫৮:৫৩ দুপুর

হে আমার স্বপ্ন বালিকা নীলাম্বরী,

তোমাকেই বলছি শোন, তুমি কি কখনো

সেঁজেছিলে নীল দিয়ে...? না না আমি

নীল হওয়ার কথা বলছিনা, যেমন ধরো

তোমার কপালে নীল টিপ, হাতে কাঁচের

নীল চুড়ি গায়ে তোমার নীল শাড়ি। ঠিক

শরতের আকাশের মত নীল। কি হলো

বলবেনা...? আমি জানি তুমি স্বপ্নে হলেও

প্রতিবার এমন সাঁজেই সাঁজ। কতটা সুন্দর

লাগে তোমায় তুমি জানো...??? হয়ত

জানোনা কিন্তু আমি জানি... কাছো এসো

বলবো তোমায় কেমন লাগে... প্লিজ আর

দূরে থেকোনা... তোমার অপেক্ষায় থাকা

অবুঝ বালক আমি, এসো আমার নীলাম্বরী।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File