প্রযুক্তির ছোঁয়া কৃষিতে
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ জানুয়ারি, ২০১৬, ০২:৫৫:২৯ দুপুর
[img]http://www.bd-first.net/blog/bloggeruploadedimage/seatt41/1452502511.png[/img
দেশ এগিয়ে যাচ্ছে, সময়ের সাথে পাল্লা দিয়ে কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগের তুলনায় বর্তমানে শ্রমিকের সঙ্কট। মৌসুমের শুরু ও শেষে এই শ্রমিক সঙ্কট আরও তীব্রতর হয়। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় গত কয়েক বছর ধরেই মাঠে প্রবেশ করছে নতুন নতুন যন্ত্র। তবে ধান কাটার যন্ত্র রিপারের আবির্ভাবে এ সঙ্কট প্রশমিত হয়েছে। গত বোরো মৌসুমে ধান কাটার যন্ত্র রিপারের চাহিদা ছিল বেশ। এর মাধ্যমে ধান কেটে কৃষকরাও পাচ্ছেন সফলতা। রিপারে জ্বালানি খরচ খুবই কম। হেলে পড়া ধানসহ জমিতে কিছুটা পানি থাকলেও যন্ত্রটি কার্যকর। এই যন্ত্র দিয়ে গমও কাটা যায় । যন্ত্র ব্যবহারের ফলে কাটা ধান বা গম ডান পাশে সরিবদ্ধভাবে পড়ে, যাতে সহজে আঁটি বাঁধা যায়। যন্ত্রটি স্থানান্তরেও রয়েছে সহজ সুবিধা। কৃষি যন্ত্রপাতি বিশেষজ্ঞ ও প্রকৌশলী ধান ও গম কাটার জন্য রিপার একটি নতুন প্রযুক্তি। অল্প সময়ে যন্ত্রটি দিয়ে ফসল কাটার জুড়ি নেই। প্রচলিত পদ্ধতির বিপরীতে যন্ত্রটি ব্যবহারে খরচও কম। খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে কয়েকটি যন্ত্রপাতি ক্রয়ে কৃষককে ৩০ শতাংশ উন্নয়ন সহায়তা দিচ্ছে সরকার। রাইস ট্রান্সপ্লান্টার, থেসার, ফুটপাম্প ও রিপারসহ কয়েকটি যন্ত্রে অনুরুপ সহায়তা দেওয়া হচ্ছে। এ যেন কৃষিক্ষেত্রে আধুনিকতার ছোঁয়া।
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন