এ কোন আজব দেশের নাগরিক আমি ?
লিখেছেন লিখেছেন চিরকুট ১১ জানুয়ারি, ২০১৬, ০৬:৫১:১৬ সন্ধ্যা
আমি সত্যি লজ্জিত, আর এই লজ্জা নিয়েই আজকে আমাকে লিখতে হচ্ছে যে আমি এমনই এক দেশের নাগরিক যে দেশে কিনা সরকারী রাস্তা করতে গেলেও চাঁদা বসিয়ে দেয় কিছু আমানুষের দল।
আমার গ্রাম চাঁদপুরের এর কচুয়ার একটা ছোট গ্রামে।আর এ কচুয়াতে আছেন স্বনামধন্য ব্যাক্তি ডঃ মহিউদ্দিন খান আলমগীর এবং আ ন ম এহছানুল হক মিলন। তারা দুজন খুব ভাল নেতা বটে কিন্তু তাদের দ্বারা আমার গ্রামের মানুষের দুক্ষ- দুর্দশা কিছুই দূর হয়নি।তাদের দুজনের দেখা মিলে তখনি যখন নাকি ভোট চলে আসে।
আর এই গ্রামের পাশেই একটা রাস্তার কাজ করবে বলে কথা শুনেছিলাম।কিন্তু কিছুদিন পর দেখলাম এই রাস্তাটা আগের মতই পরে আছে ।আমার কাছে ব্যাপারটা ভীষন অবাক করার মত লাগল।তারপর পরে জানতে পারলাম এ রাস্তা মেরামত করার জন্য নাকি কিছু নরপশুর দল ১০ টা মটোরবাইক চেয়েছে চাঁদা হিসেবে।সত্যি ভাবলে অবাক হই যে এমনি এক দেশের নাগরিক যে দেশে রাস্তা মেরামত করতে গেলে ও চাদা ঠেকিয়ে দেয়।এ হচ্ছে আমার সোনার বাংলা, ডিজিটাল বাংলা, মুজিবের বাংলা। যেখানে সাধারন মানুষ কষ্টে থাকে আর ওরা দুজন শান্তি করে।
না হয় কি করে সাহস পায় নরপশুর জাতরা চাঁদা চাওয়ার ।অবশ্য যে দেশের মন্ত্রীর কাছে ৪০০০ কোটি টাকা কিছু না সে দেশে এরকম হওয়াটা কিছুই না।
বিষয়: বিবিধ
১০২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন