আমার ল্যাফটফের হার্ড ডিক্স আর ব্যাটারীর সমস্যা ও সমাধান করে দিলনা,, কম্পিউটার ইঞ্জিনিয়ারস #ব্লগার আকাশ ভাইকে ও পৃথিবীর স্বাদ ভোগ করতে দিলনা,ব্লাড ক্যান্সারের মালিক।

লিখেছেন লিখেছেন সানজিদ হোসেন ইরাজ ৩১ মার্চ, ২০১৬, ০৭:৪৩:২৪ সন্ধ্যা

ফোনের স্কিন কিবোর্ডে টপ টপ চোখের পানি পরা কোনরকম বন্ধ হচ্ছে না।বার বার পানি পরার কারনে পুরা কিবোর্ডটা নড়ছে,,বার বার লেখাগুলো কেটে যাচ্ছে ক্রস চিহ্ন পড়ে,, মনকে অনেকবার শক্ত করতে চাচ্ছি,কিন্তু পারছিনা,ছোট থেকেই আমি বেদকান্নাকার ট্যাইপের,ইয়ে মানে কেউ বড় করে চোখ রাঙ্গিয়ে কথা বললে ও কেদেঁ দিই,কিন্তু আজ কোন বড় কথা শুনিনি,, শুধু বলেছে ৬ শব্দের একটি বাক্যের কথা।

,

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তার পরিবার পরিজনদের কাছ থেকে,বিপদের সময় তার কাছে এসে দাড়াঁতে পারিনি,এমনকি পারিনি সমবেদনা জানাতে আমি অভাগা, কিন্তু আজ ২৫ দিন পর তার নির্মিতে স্বরনীয় শোকমূলক পোষ্ট আমার কাছ থেকে মানাইনা।কিন্তু মন আমার কিছুতেই মানছেনা আকাশ ভাই সত্যিই চলে গেছেন কি আমাকে না বলে?

,

আজ কথাটি শুনার পর ২৪ ঘন্টা ধরে শুধু চোখ দিয়ে ফুসকে

ফুসকে হাও মাঊ কান্না ছাড়া শুধু লোনা পানি বের হচ্ছে,, আর আমার অনলাইন বল,ভার্চুয়াল লাইফ বল,স্টুডেন্ট লাইফ বল,প্রত্যেকটি লাইফের সাথে জড়িত প্রিয় মানুষটি হলেন ব্লগার আকাশ ভাই। তিনি আর নেই? চলে গেলেন না ফেরার দেশে।

,

২০১২ সালের প্রথমদিকেই একটা ইমেইল একাউন্ট খুলে দেওয়ার জন্য অনুরুদ করলাম,মিনিটের মধ্যে খুলে দিল,এর পর থেকে সম্পর্ক শুরু, অতঃপর আমার বাড়ির পাশেই ওনার বাড়ি,, আর সম্পর্কের কথা বললে আজ সারাদিন কিবোর্ডে বসে থাকতে হবে,, ছাত্রশিবির চট্রগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা চুয়েট শাখার দায়িত্বশীলদের মধ্যে আকাশ ভাই ছিলেন অন্যতম। মিস করতেছি চুয়েট শাখায় আয়োজিত তাফসীরুল কুরআনের প্রোগ্রামগুলোকে।

,

ব্লগার আকাশ নামে তাকে অনলাইনে চিনে,তিনি মরে যাবেন সেটা তিনি যানতেন তার ফেবু আইডির প্রথমে নাম ছিল মরহুম ব্লগার আকাশ, তবে তার প্রকৃত নেইম মোহাম্মদ সামসাদ, তরঙ্গ ওয়েবসাইট এবং ব্লগের পরিচালক আকাশ ভাই।আমার লেখা ব্লগে দেওয়ার যিনি উৎসাহ দিয়েছিলেন তিনি আকাশ ভাই। ব্লগ সম্পর্কিত আমার সব তার অবদান আকাশ ভাইয়ের।

,

এইত,কিছুদিন আগের ঘটনা ইউরোপ থেকে রাত ১২ টায় কল দিলাম, তখন বাংলাতে মনে হয় চারটা হচ্ছে,তখন ও তিনি জেগে আছে,আমার কল পাওয়ার পর রিসিভ করলেন,২ মিনিট খুব ছোট্ট করে করে কথা বলছিল,, ভাইয়াকে বললাম আপনার ভয়েস এত ছোট কেন?তিনি বললেন আমি এখন হাসপাতালে বেডে,পাসে অনেক রোগী আছে,তাদের ঘুমের ডিষ্ট্রাব হবে তাই। তারপর কল কেটে ১ ঘন্টা মত হুয়াটসাপে টেক্সট মেসেজ করলাম। সামহোয়্যার ইন ব্লগে ছাত্র ইউনিয়নের জাবেদ ভাইরা আমার একাউন্ট ব্যান করছিল,, ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল,তিনি বললেন কষ্ট নিওনা,আমি অনেকদিন ধরে পিসিতে বসছিনা,তাছাড়া কাজটা করার জন্য অবশ্যই পিসি লাগবে,সব কাজ ফোন দিয়ে হয়না,, তারপর ভাইয়ের সাথে শেষ কৌশলবিনিময় করে ফোন রেখে দিলাম। ৫ -৬ দিন পর আমি আমার বসের সাথে গ্লাফ ক্যান্ট্রিতে চলে এলাম ছুটিতে, গ্লাফ ক্যান্ট্রিতে এসে আমার ফোন ক্যান্ট্রি লক,,সেজন্য ফোনের সিস্টেম না বুঝে রিসেট মেরেছিলাম,সব নাম্বার চলে গিয়েছিল,সিম কাজ করেনা,,২০-৩০ দিন অনলাইনে ছিলাম না, অতঃপর পকেট ওয়াই ফাই খরিদ করে অনলাইনে আসলাম,অনলাইনে এসে আকাশ ভাইকে খুজতে লাগলাম,মৃত্যুর আগে তার নামটি আরবী করছিল,, ব্লগার আকাশ দিয়ে বার বার সার্চ দেওয়ার পর ও তার নাম আসেনি,, ওল্ডার মেসেজ চেক করে মেসেজ পায়নি,কারন নামটা চেঞ্জ করেছে,আইডিও ডিক্টিভ ছিল। গতকাল,, প্রকৌশলী চাচা ম্যাট্রিক পাস কে বার বার মেসেজ দেওয়ার পর ইনবক্সে উত্তর পায়নি,মনে হয় মেসেজ স্পাম্পে ছিল। তার পোষ্টে কমেন্ট করে ইনবক্স চেক করতে বললাম।ইনবক্সে এসে কথা হওয়ার পর শুধু তিনি বললেনঃ তিনি চলে গেছে আজ ২০ দিন হচ্ছে,মহান সৃষ্টিকর্তার ডাকে। চোখের অশ্রু গড়াতে লাগল কিছুতেই থামছেনা,,আবার ও কঠিন ইচ্ছাশক্তি নিয়ে ওল্ডার মেসেজ চেক করলাম মোহাম্মদ সামসাদ দেখে একটি আইডি পেলাম,সেটি হল তার আইডি,তার স্ত্রী এখন নাম চেঞ্জ করে ইউজ করতেছে,অনেক এসএমএস দেওয়ার পর তার স্ত্রী বিষয়টি নিশ্চিত করল,তখন মনে গায়ের উপর আসমান ভেঙ্গে পড়ল।

,

আকাশ ভাইয়ের রোগটা অনেক জটিল ছিল,, ব্লাড ক্যান্সার,, তার স্ত্রী যখন তার নিজের আইডি থেকে তার স্বামীর রক্তের জন্য পোষ্ট দিত,তখন কলিজার বেটি ছিড়ে যেতে চাইত,ছেলেটির প্রতি কতটুকু ভালবাসা থাকলে একটা মেয়ে এভাবে রক্তের জন্য চটপট করতে পারে হয়তা আমার জানা নেই,ভাইয়ার চিকিৎসা অনেক ব্যববহুল,সেই সম্পর্কে ও কোনদিন কোন কথা বলেনি,নিজের সাধ্যানুযায়ী চালাচ্ছিল,এমনেই রোগ আছে সেটা জানতাম।

,

শুনছি নাকি,৫০ লক্ষ টাকা হলে তিনি সুস্থ জীবন ফিরে পেত,, কিন্তু আজ আমরা ভাইয়াকে বাচাঁতে পারিনি,ভাইয়া টাকার কাছে হার মেনেছে,আমাদের কোন বৃত্তশালী ভাই ভাইয়ের পাশে এসে দাঁড়ায়নি,পুরা অভাগা জাতির মুখে লাতি মেরে মেধাবী ব্লগার আকাশ চলে গেল না ফেরার দেশে,কিছুই করতে পারিনি আপনার জন্য,আপনার ছোট ভাই আরাফাত ক্ষমার যোগ্য নয়,ভাইরে আরেকটি বার যদি কল দিতেন,শুধু আরেকটি বার,আমার ত সহ্য হচ্ছেনা,আমার আকাশ ভাই কি সত্যিই চলে গেল। সবকিছুই সহ্য হয় কিন্তু অকাল মৃত্যু সহ্য হয়না কারো।

,

তার স্ত্রী গর্ভে এখন আকাশের সন্তান,কাল তার স্ত্রীর সাথে মেসেজ হল,আপনি কিভাবে বেচেঁ আছেন এখন ও,, তিনি বললেনঃবেচেঁ আছি শুধু আকাশের সন্তানের জন্য,হাউমাউ করে কান্না করা ছাড়া আমার আর কিছু ছিলনা। আল্লাহ আপনি ফিরে তাকান? কি দোষ ছিল তার গর্ভের সন্তানটির। তাকে কেন পিতৃ আদর বঞ্চিত করলেন।এই কেমন আপনার নিষ্টুর লীলা খেলা।

,

ক্ষমা করে দিও প্রিয় ভাই @[100002640380379:]

,ক্ষমা করে দিও,বেগম @[100002640380379:] আপনাদের আকাশকে ফিরিয়ে দিতে পারলাম না। আমরা এক আকাশকে এভাবে হারিয়েছি,তার ব্যাথা পোষণীয় নয়,আমরা আর যেন আর কোন আকাশকে এভাবে না হারায় এবং হারাতে ও দিবনা,,আল্লাহ আপনি আকাশ ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থানটুকু দান করুন,তার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন।আকাশ ভাইয়ের স্ত্রী,পরিবার পরিজনদের আপনি সঠিক সান্তনা দান করুন।তার সন্তানের জন্য রইল শুভ কামনা , তার সন্তানই পূরণ করে দিবে,আকাশের না পারা কাজটি,আরেকটি ব্লগার আকাশ অথবা আকাশীর অপেক্ষায় রইলাম। আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর ভয় দান করুন।

,

লিষ্টের সবার কাছে @[100002640380379:] এর আত্মার মাগফিরাত এবং তার ফেমিলির জন্য দোয়া প্রার্থনা করছি।

https://m.facebook.com/photo.php?fbid=613604175404256&id=100002640380379&set=a.107238006040878.10341.100002640380379&refid=17

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364277
৩১ মার্চ ২০১৬ রাত ০৮:৪২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

পড়লাম, চোখ ভিজলো, মন কাঁদলো...

দোয়া করি, আল্লাহতায়ালা তাঁকে জান্নাতনসীব করুন এবং তাঁর আত্মীয়-পরিবার ও অনাগত সন্তানকে জান্নাতের পথে কবুল করুন!


আবেগের তাড়নায় কিছু অবাঞ্ছিত শব্দের ব্যবহার লেখাটির কিঞ্চিত মানহানি করেছে! আল্লাহতায়ালা ক্ষমা করুন!
জাযাকাল্লাহ..
364283
৩১ মার্চ ২০১৬ রাত ১০:২৬
সানজিদ হোসেন ইরাজ লিখেছেন : ওয়ালাইকুমসসালাম,ক্ষমা করবেন ভাইয়া,লিখার আমার কোন মোর্ড ও নেই,, যা লিখছি সব সত্য,, ভীষন ম্যাথাবাতা করতেছে,চোখ দিয়ে পানি পরতে পরতে,পুরা মুখ লাল হয়ে গিয়েছে,, তবে ও আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File