কলেজ ছাত্র
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ৩১ মার্চ, ২০১৬, ০৮:১৫:৩৯ রাত
কলেজ পড়ুয়া স্টুডেন্টকে দেখলে সম্মান করতে হলে প্রথমে কলেজ পড়ুয়া স্টুডেন্টের ড্রেস সম্মান পাওয়ার উপযুক্ত হওয়া চাই। কিছু ছাত্রের ড্রেস দেখে ভয় হয় না জানি সে কত বড় মাস্তান।
দেশের সাধারণ মানুষ শিক্ষার্থীকে অনেক ভালোবাসে মন থেকে দোয়া করে। এক সময় মাথায় হাত দিয়ে দোয়া করেছে। এখন মাথায় হাত দিতে মুরব্বিরা সাহস পায়না।কিছু স্টুডেন্টের অনৈতিক কার্যকলাপের কারনে। তবে এটা সত্য ছাত্র সমাজের অধিকাংশই ভালো। কিছু সন্ত্রাসীর কারনে ছাত্রসমাজের নাম খারাপ হচ্ছে।
ছাত্রসমাজকে ব্যাবহার করা হচ্ছে খারাপ কাজে। নিজেদের স্বার্থে মেধাবীদের বানানো হচ্ছে মাস্তান । ইতিহাস সাক্ষি ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর স্বাধীনতা সংগ্রাম, ৯৬ এর গণতান্ত্রিক আন্দোলন, সকল আন্দোলনেই দেশের ছাত্রদের ভূমিকা ছিল আকাশচুম্বী প্রশংসনীয়।
জাতি ছাত্রসমাজের কাছ থেকে আশা করে প্রশংসনীয় কাজ। ছাত্রসমাজকে মন থেকে ভালোবাসতে চায় সাধারণ মানুষ। ছাত্রসমাজের কাছে আগামীর বাংলাদেশ দেখতে চায় সাধারণ মানুষ। পড়া লিখার পাশাপাশি নৈতিক শিক্ষার সমন্বয়ে বাগানের ফুলের সুগন্ধি হিসেবে ছাত্রসমাজকে দেখতে চায় সাধারণ মানুষ। ছাত্রসমাজ দেশের ভালো মানুষের সেক্টর হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ।
বিষয়: বিবিধ
৯৬১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
সেদিন এখন আর নাই।
মন্তব্য করতে লগইন করুন