ভোরের কাব্য
লিখেছেন লিখেছেন হামিদ হোসাইন মাহাদী ০৬ ডিসেম্বর, ২০১৫, ১২:২৯:০৪ দুপুর
ভোরের কাব্য
ভোর বিহানে ডালে ডালে
পাখির কলরব,
সুয্যিমামা উঠলো জেগে
রইলো খুকু নিরব।
সুরে সুরে গাইছে কুহু
প্রভুর নামে স্মরণ,
খুকুমণি বলছে আমায়
ভালো নাই যে মন।
কি করি আজ বলো আমায়
করবো কি যে আমি
সকাল হলে মনটি আমার
থাকেনা যে নামি।
বিষয়: বিবিধ
১২৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন