মানুষ
লিখেছেন লিখেছেন হামিদ হোসাইন মাহাদী ২৩ নভেম্বর, ২০১৫, ০১:৫১:৩৯ দুপুর
মানুষ হলো সৃষ্টির সেরা
মহান প্রভুর সৃজন,
বিপদআপদ হলে তোমার
করো তাকে স্মরণ।
হায়াত যদ্দিন আছে তোমার
ভালো আমল করো,
সুরলোকে যেতে হলে
তাকেই শুধু ডরো।
নইতো মানুষ ভুলের উর্ধ্বে
এই ধরণীর মাঝে,
ভুল যদি হয় এমন কারো
ক্ষমা করো কাজে।
সঠিক পথে থাকো সদা
ভালো হতে হলে,
যতই আসুক ঝড়তুফান আর
থাকো দলেদলে।
মানুষের মতো মানুষ হও
নইলে উপায় নাই
ভালোবাসা দাও সবারে
পেতে হলে ঠাঁই ।
০৯/১১/২০১৫
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন