অবরুদ্ধ স্বদেশ
লিখেছেন লিখেছেন হামিদ হোসাইন মাহাদী ১৭ নভেম্বর, ২০১৫, ০৪:৪৫:৪৯ বিকাল
অবরুদ্ধ আমার স্বদেশ...
অবরুদ্ধ আমার স্বাধীনতা
মুক্তিযুদ্ধারা প্রান দিয়েও
আবদ্ধ শিকলে মানবতা।
অবরুদ্ধ আজ কণ্ঠ আমার
অবরুদ্ধ আজ জীবন...
স্বাধীনতা হারিয়ে আজ
হলো মানবতার মরণ।
অবরুদ্ধ আজ ১৬ কোটি প্রাণ
অবরুদ্ধ তাদের স্বর,
সত্য কথা বলছে যারা
বলছে তাদের ধর।।
কতোদিন থাকবো এভাবে আর
এই শিকলে আবদ্ধ,
প্রতিদিন তো হচ্ছে মানুষ
আগুনে পুড়ে দগ্ধ।
সরকারের কাছে আমরা
করলাম মিনতি,
বিবাদ-বিরোধ বন্ধ করে
খুলে দাও নিয়তি।
বিষয়: বিবিধ
৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন