পীর শব্দের আভিধানিক অর্থ-
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিকী ০৫ ডিসেম্বর, ২০১৫, ০২:০৯:২২ দুপুর
পীর শব্দের আভিধানিক অর্থ যে শিক্ষক, মুরব্বী তা আমরা অনেকেই জানি না। আমাদের দেশে পীর মানে বোঝায় ধর্মীয় গুরু, তার আদেশ নিষেধই মুরিদের জন্যে শেষ কথা। পীর সংক্রান্তে এই থিম মেনে নিলে ঈমান-আকিদাই নষ্ট হয়ে যায়। তবে আশার কথা এই যে, অতীতে ধর্ম বলতে পীর-ধরা বোঝাত। বর্তমানে পীরের প্রকোপ অনেকটাই কমে এসেছে। মানুষ শিক্ষিত হতে শুরু করায় পীরেরা তাদের ব্যবসা গুটাতে বাধ্য হচ্ছেন। আশা করা যাচ্ছে, আগামী দশক পার হলে পীর বিষয়ক থিম যাদুঘরে স্থান নেবে। আর যতক্ষণ তা না হচ্ছে, সাধারণ মানুষের ঈমান-আকিদা নিয়ে ব্যবসা বানিজ্য চলতেই থাকবে।
বিষয়: বিবিধ
১৫৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন