পিস টিভি বন্ধের দাবি ওলামা মাশায়েখদের
লিখেছেন লিখেছেন মুসলমান ০৫ ডিসেম্বর, ২০১৫, ০২:২১:৫৩ দুপুর
পিস টিভি বন্ধের সুপারিশ করেছেন বাংলাদেশের ওলামা মাশায়েখরা। আজ শনিবার(০৫.১২.২০১৫ ঈসায়ী) সকাল ১০টায় পুলিশ ও বাংলাদেশের ওলামা মাশায়েকদের মধ্যে আলোচনা সভায় আইজিপি একেএম শহীদুল হকের কাছে এ দাবি জানান তারা।
সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কর্মকর্তা মো. নাইম উদ্দিন জাগো নিউজকে জানান, মাশায়েখরা অভিযোগ করেন পিস টিভি ইসলামকে বিভ্রান্ত করে কুরআন হাদিসের অপব্যাখ্যা চালায়। নামাজ পড়ার ধরণ নিয়ে তারা অপব্যাখ্যা করে।
বিভিন্ন ফেতনা সৃষ্টি করে। বছরের পর আমরা শবে-ই-বরাত পালন করে আসলেও পিস টিভি বলে এগুলো পালান করা যায় না। তাই তারা পিস টিভি বন্ধের সুপারিশ করেন।
সুপারিশের পরিপ্রেক্ষিতে পুলিশের আইজিপি বলেন, মাশায়েকরা কি কি কারণে পিস টিভি বন্ধ করতে চান সে সব কারণ পয়েন্ট আকারে দিলে তা তথ্যমন্ত্রণালয়ে পাঠিয়ে বন্ধের ব্যবস্থা করা হবে।
এই পিস টিভি ওয়ালারা বহুত খারাপ আদমী! এরা আমল এর ডিজাইন পরিবর্তন করে মুসলমানদের দলিল দেখতে বলে! এই কারণে বর্তমানে দেখা যাচ্ছে, এক শ্রেনীর জেনারেল শিক্ষিত যুবক-তরুণ এরা আমাদের কথা না শুনে সেইভাবে ইবাদত না করে, শুধু কুরআন-হাদীস ঘাটছে আর দলিলের পিছনে ছুটছে!
আমরা বাপ-দাদার আমাল থেকে মিলাদ করে আসছি তারা সেটা মানতে চায় না! তারা বলে এটার কোন দলিল নাই! এই কারণে পিস টিভি বন্ধ করা হোক।
এই পিস টিভির কারণে উপমহাদেশের বিজ্ঞ পীর-মাশায়েখদের এখন আর কেউ মানতে চায় না! তাদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে! সুতরাং আমাদের দাবী পিসটিভি বন্ধ করা হোক।
http://www.bdfirst.net/newsdetail/detail/200/174108
বিষয়: বিবিধ
২০৫৮ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্যের বিজয় হোক,
পিস টিভি জিন্দাবাদ।
http://www.bdfirst.net/newsdetail/detail/200/174121
ফেসবুকের মত "ভুলবশতঃ সুইচে হাত" পড়লেও বন্ধ হয়ে যেতে পারে, তখন আর দাবী করা লাগবেনা!!
এরা আমল এর ডিজাইন পরিবর্তন করে
মুসলমানদের দলিল দেখতে বলে! এই
কারণে বর্তমানে দেখা যাচ্ছে, এক
শ্রেনীর জেনারেল শিক্ষিত যুবক-তরুণ
এরা আমাদের কথা না শুনে সেইভাবে
ইবাদত না করে, শুধু কুরআন-হাদীস ঘাটছে
আর দলিলের পিছনে ছুটছে!
আমরা বাপ-দাদার আমাল থেকে মিলাদ
করে আসছি তারা সেটা মানতে চায় না!
তারা বলে এটার কোন দলিল নাই! এই
কারণে পিস টিভি বন্ধ করা হোক।
এই পিস টিভির কারণে উপমহাদেশের
বিজ্ঞ পীর-মাশায়েখদের এখন আর কেউ
মানতে চায় না! তাদের ব্যবসা প্রায় বন্ধ
হওয়ার পথে! সুতরাং আমাদের দাবী
পিসটিভি বন্ধ করা হোক।
আইজি আবার এক ডিগ্রি বেশি! ব্যাবসা একবার কমছে আরো কমবে।
মন্তব্য করতে লগইন করুন