মুসলমানের পরিচয় কেবলই ‘মুসলিম’
লিখেছেন লিখেছেন আবু বকর সিদ্দিকী ১৭ নভেম্বর, ২০১৫, ০৩:৩১:৪২ দুপুর
আজকের বিশ্বে মুসলমানেরা নানা মতবাদে বিশ্বাসী হয়ে নানা পরিচয়ে নিজেদের পরিচয় দিচ্ছে। শিয়া, ছুন্নী, হানাফী, হাম্বলী, শাফেয়ী, দেওবন্দী থেকে শুরু করে আরো কত কি!
আর প্রত্যেকেই নিজেদের মুসলিম বলেই দাবী করে। কিন্তু মুসলিম সম্পর্কে আল্লাহপাক কি বলছেন শুনুন- সুরা আল-ইমরানে বলা হয়েছে, তাহলে বলে দিন (ওদের) তোমরা সাক্ষী থাকো এ কথার যে আমরা সর্বান্তকরনে আল্লাহতে আত্মসমর্পণকারী ‘‘মুসলিম’’। [৩: ৬৪]
আল্লাহ বলেন, আর কে বেশী উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহবান করে এবং আল্লাহর নির্দেশ মেনে চলে এবং বলে আমি ‘‘মুসলিম’’ [আল-কোরআন ৪১: ৩৩]
বিষয়: বিবিধ
১৩১৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন