মুসলমানদের রক্ত কি এতই সস্তা?
লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাদিক হুসাইন ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৪০:০৯ সন্ধ্যা
বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ইসলাম ও মুসলমানদেরকে ঘিরে এক ভয়ংকর খেলায় মেতে উঠেছে আন্তর্জাতিক দুষ্টচক্র। এ দুষ্টচক্রের নেতৃত্বে রয়েছে অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিষ্টান ও পৌত্তলিকদের সমন্বিত একটি গ্রুপ। মিডিয়া, শিল্প ও সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে তারা আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে যৌথভাবে এই ভয়ংকর খেলা খেলছে। এ খেলা মুমিন-মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা, ঈমানদারদের ইজ্জত-আব্রু ও জান-মাল নিয়ে ছিনিমিনি খেলা। অবস্থাদৃষ্টে মনে হয়, রক্তের এ খেলার যেন শেষ নেই। কথিত আরব বসন্তের পর থেকে মুসলিম রক্তপাতের তীব্রতা যেন আরো বেড়ে গেল। পত্রিকার পাতা খুললেই চোখের সামনে জ্বলজ্বূল করে রক্তাক্ত লাশের বিভৎস চিত্র। আন্তর্জাতিক নিউজ মিডিয়ার কোনো চ্যানেল অন করলেই টিভি সেটের স্ক্রলে ভেসে চলে: আজ ইরাকে আত্মঘাতি বোমা হামলায় এতজন, মিসরে সামরিক বাহিনী ও ব্রাদারহুড সদস্যদের সংঘর্ষে এতজন, সিরিয়ায় আসাদ বাহিনী ও বিদ্রোহীদের পারস্পরিক যুদ্ধে এতজন, এভাবে ইয়েমেনে, লিবিয়ায়, তিউনিসিয়ায়... এত এতজন মানুষ হতাহত। আর প্রায় দীর্ঘ অর্ধ শতাব্দি ধরে চলমান কাশ্মির ও ফিলিস্তিনের রক্তরঞ্জিত চেহারাতো আছেই। পরে যোগ হয়েছে আফগানিস্তান, পাকিস্তান ও প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। গুটি কয়েক ব্যতিক্রম ছাড়া সর্বত্র রক্ত ঝরছে মুমিন-মুসলমানের। কোথাও গণতন্ত্র পুনরুদ্ধারের নামে, কোথাও সরকারি দল ও বিরোধী দলের মধ্যকার ক্ষমতার দ্বন্ধে, আবার কোথাও তথাকথিত সন্ত্রাস দমনের দোহাই দিয়ে।
মুসলিম বিশ্বের চলমান এ প্রেক্ষাপটে সবচে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি ঘুরে-ফিরে বিবেকবান মানুষের অন্তরে নিয়ত দংশন করছে তা হচ্ছে, তাহলে কি মুমিন-মুসলমানদের রক্ত এতই সস্তা? এতই মামূলী, অর্থহীন? কথায় কথায়, কারণে- অকারণে পাখির মত গুলি করে মারা হচ্ছে তাদের। পানির মত রক্ত ঝরানো হচ্ছে তাদের। অতীব আফসোসের বিষয় হচ্ছে, উপরোক্ত প্রেক্ষাপটসমূহের প্রায় সবখানে উভয় পক্ষ মুসলমান। অর্থাৎ ভাই-ভাইয়ে হানাহানি, রক্তারক্তি। ঘরের শত্রু বিভীষণ। আর বহিরাগত দুশমনেরতো অভাব নেই। অমুসলিম শত্রুদের হাতে যা মারা যাচ্ছে তা তো সংখ্যাতীত, বলার অপেক্ষা রাখে না।
রক্তের এ স্রোত কখন বন্ধ হবে? কখন বন্ধ হবে মুমিনদের রক্ত নিয়ে ভয়ংকর এই হোলি খেলা?
বিষয়: বিবিধ
১০২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন