যৌবনকাল:

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাদিক হুসাইন ০৩ আগস্ট, ২০১৬, ০৬:৫৬:১৫ সকাল

যৌবনকাল হচ্ছে একজন মানুষের শ্রেষ্ঠ সময়। সাধারণ পরিভাষায় ১৮ থেকে ত্রিশ বছর বয়সকে ‘যৌবনকাল’ বলা হয়। জীবনের এ শ্রেষ্ঠ অধ্যায়ে নারী কিংবা পুরুষ একজন মানুষ যা করতে পারে তা জীবনের অন্য সময় করতে অক্ষম। একজন যুবক কিংবা যুবতী মানবতা, সমাজ ও দীনের জন্য যে ত্যাগ দিতে পারে তা সাধারণত: শিশু কিংবা বৃদ্ধ অবস্থায় দেয়া সম্ভব হয় না। এজন্য মহান আল্লাহ যৌবনকালকে খুবই গুরুত্ব দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও, গণীমত মনে করো।’ কারণ মানুষ যৌবনে বেশি ভুল করে। সে ভুলের মাশুল দেয় সারা জীবন। পরকালেও এ যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রশ্ন করা হবে, ‘কোথায় কিভাবে কাটিয়েছো তোমার এ যৌবন ?’

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375805
০৩ আগস্ট ২০১৬ সকাল ১১:৩৩
হতভাগা লিখেছেন : আল্লাহ আমাদেরকে সব সময়ই সঠিক পথে থাকার তৌফিক দান করুন - আমিন
375811
০৩ আগস্ট ২০১৬ সকাল ১১:৫৩
কুয়েত থেকে লিখেছেন : এজন্য মহান আল্লাহ যৌবনকালকে খুবই গুরুত্ব দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও ভালো লাগলো অনেক ধন্যবাদ
375815
০৩ আগস্ট ২০১৬ দুপুর ১২:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পুরাপুরি ঠিক নয় এই বয়সের পরেও অনেকে অবদান রেখেছেন।
০৩ আগস্ট ২০১৬ রাত ১০:৫৭
311629
মুহাম্মদ সাদিক হুসাইন লিখেছেন : আপনার কথা অসত্য নয়। তবে উপর্যুক্ত লেখায় সাধারণ মানুষের গড়হারে কথাটা বলা হয়েছে। অন্যথায় কোনো কোনো ক্ষণজন্মা নবতীপর বৃদ্ধ অনেক সময় বহু যুবকের চাইতেও বেশি কাজ করতে পারেন। আবার এটাও প্রবাদ রয়েছে, যে হয় নয়তেই হয়ে যায়, আর যে হয় না নব্বইতেও হয় না। আপনাকে অনেক ধন্যবাদ।- রিদওয়ান কবির সবুজ
০৩ আগস্ট ২০১৬ রাত ১০:৫৯
311630
মুহাম্মদ সাদিক হুসাইন লিখেছেন : আপনার কথা অসত্য নয়। তবে উপর্যুক্ত লেখায় সাধারণ মানুষের গড়হারে কথাটা বলা হয়েছে। অন্যথায় কোনো কোনো ক্ষণজন্মা নবতীপর বৃদ্ধ অনেক সময় বহু যুবকের চাইতেও বেশি কাজ করতে পারেন। আবার এটাও প্রবাদ রয়েছে, যে হয় নয়তেই হয়ে যায়, আর যে হয় না নব্বইতেও হয় না। আপনাকে অনেক ধন্যবাদ।- রিদওয়ান কবির সবুজ
375838
০৩ আগস্ট ২০১৬ রাত ১০:৫৭
মুহাম্মদ সাদিক হুসাইন লিখেছেন : আপনার কথা অসত্য নয়। তবে উপর্যুক্ত লেখায় সাধারণ মানুষের গড়হারে কথাটা বলা হয়েছে। অন্যথায় কোনো কোনো ক্ষণজন্মা নবতীপর বৃদ্ধ অনেক সময় বহু যুবকের চাইতেও বেশি কাজ করতে পারেন। আবার এটাও প্রবাদ রয়েছে, যে হয় নয়তেই হয়ে যায়, আর যে হয় না নব্বইতেও হয় না। আপনাকে অনেক ধন্যবাদ।- রিদওয়ান কবির সবুজ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File