জামায়াতের হারানোর কিছু নেই, বিএনপিকে "সালামালাইকুম" দিন
লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ০৩ আগস্ট, ২০১৬, ১২:২৭:৪৩ রাত
সালামালাইকুম এর অর্থ ভিন্ন হলে্ও মুক্তিযুদ্ধের পর মা্ওলানা ভাষানী যখন ভারতীয় সেনাদের বাংলাদেশ ছাড়তে হুংকার দিলেন "সালামালাইকুম" তখন থেকেই শব্দটার একটা রুপক অর্থ দাড়ায় রাজনৈতিক ভাষায় "এবার তোমাদের বিদায়" ।
বাংলাদেশে সাম্প্রতি সহ সব সময়ই আলোচিত সমালোচিত দলটির নাম জামায়াত । বলা জায় মিডিয়ার দ্বারা সব থেকে নির্যাতিত (হলুদ সাংবাদিকতার স্বীকার) দলটি । তার পরও দলটির উথ্থান ভাবিয়ে তুলছে জনগণের সম্পদ লুটেপুটে খা্ওয়া রাজনৈতকি দলগুলোকে । যে ভাবে জাহিলীয়াতরে সময় ইসলামের উথ্থান ঠেকাতে সব রকম হীন পথ বেছে নিয়েছিল আবু জাহেলের সাথীরা ।
বর্তমান শৈরাচার সরকারের সময়ে যে বিএনপিকে রাস্তায় নামার সাহস করে দিল দলটি । যখন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক দিয়ে আটকানো রাস্তা সামনে বিএনপির একটা ইঁদুর ্ও আসে না । যখন হেফাজতের সমাবেশে খালেদা জিয়া নিজে বলার পর ্ও একটা কাক পক্ষীকে ্ও খুজে পা্ওয়া জায়না । তিন মাস ধরে সরকার পতনের আন্দোলনে সব চেয় গুরুত্বপূর্ণ ঢাকা সিটিতে ২০ দল ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জামায়াত ছাড়া আর কাউকে ডেকে ্ও আনা জায়না । সেই দলটির বিপদে জোটের সুবিধা বাধিরা আজ বড়ই কাছের !!
এই বিএনপির সাথে থাকার কারনে জামায়াত আজ তার রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দূর্যওগ মুহুর্ত পার করছে অথচ বিএনপির আচরণ তাকে সামনের দিন গুলোতে এর মাশুল গুনতে হবে ।
জামায়াত যা হারানোর তা হারিয়েছে তাদের আর হারানোর কিছু নেই। সুতরং তাদরে উচিৎ বিএনপিকে সালামালাইকুম দিয়ে চলে আসা ।
দেখি আমরা কোন জাতীয় ঐক্য করে বিএনপি । জামায়াতে র কারনেই নাকি তাদের ঐক্য হচ্ছেনা । বিএনপি সত্যি ই বড় আনকোড়া একটি দল । আ.লীগ কোন চিজ সেটা বুঝানোর জন্য হলে্ও জামায়াতের উচিৎ বিএনপিকে সালামালাইকুম দেয়ে আসা
যদি খালেদা জিয়াকে প্রশ্ন করা হয় এই এমাজউদ্দিন আর জাফরুল্লাহরা আপনার কোন বিপদে পাশে দাড়িয়েছে ?? উত্তর দিতে পারবেন ? এরা কিন্তু শুধু আপনাকে উপদেশই দিয়েছেন । মনে রাখবেন এরা বিপদের বনধু না
বিষয়: বিবিধ
১৭৬০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতের নিজে থেকে সরে আসা উচিত হবেনা!
ওদের সর্বশেষ চেহারা দেখার সুযোগ হারালে ভবিষ্যতে আবারো ঝামেলা হবে!
মন্তব্য করতে লগইন করুন