Love Struck Love Struck প্রেমের মরা জলে ডুবেনা Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন নাবিক ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:১১:৫৪ সন্ধ্যা



প্রেম-ভালোবাসা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। প্রেমের অনুভূতি গুলো কেমন, কেনই বা মানুষ ভালোবাসে, প্রেমে পড়ার সময় মানুষ কী দেখে ইত্যাদি নানা রকমের প্রশ্ন জাগে অনেকের মনেই।

ভালোবাসা নিয়ে মানুষের এই আগ্রহ চিরন্তন একটি বিষয়।

চিরচেনা ভালোবাসার এই অনুভূতি সম্পর্কে অনেক কিছুই আমাদের জানা। আবার এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা আজও জানি না।

বিজ্ঞানীরা তাই রীতিমত গবেষণা করে প্রেম সম্পর্কে প্রতিনিয়ত আবিষ্কার করে চলেছেন মজার সব বিচিত্র তথ্য। তেমনই কিছু মজার তথ্য নিয়ে এই আয়োজন।

*.প্রথম দেখাতেই প্রেম বলে কিছু নেই! প্রথম দেখাতে যে আবেগ সৃষ্টি হয় মনে সেটা প্রকৃতপক্ষে প্রেম না। সেটা সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত শারীরিক আকর্ষন।

*.অনেকেই মনে করে নারীরা প্রেমের ক্ষেত্রে পুরুষের শারীরিক সৌন্দর্য দেখেন না। কিন্তু একথা সম্পূর্ণ ভুল। নারীরাও পুরুষদের মতই বাহ্যিক সৌন্দর্য দেখে আকর্ষনবোধ করে এবং দীর্ঘমেয়াদী সম্পর্কে যাওয়ার ক্ষেত্রে তারা একজন সুন্দর সুপুরুষ আকাঙ্খা করে।

*.প্রেমে পড়ার অনুভূতিকে কোকেইন নেয়ার পর মস্তিষ্কের অনুভূতির সাথে তুলনা করা হয়।

*.জীবনে একবারই প্রেমে পরেছেন বললেও প্রায় সব মানুষই জীবনে একাধিকবার প্রেমে পড়ে থাকেন।

*.প্রায় ৪০% পুরুষই প্রেমিকার সাথে প্রথম বার দেখা করার সময় মনে মনে একদম আত্মবিশ্বাসী থাকে না।

*.গবেষণায় দেখা গিয়েছে যে স্কুল,কলেজ, ফাস্ট ফুড, কফিশপ ও শপিং মল গুলো ফ্লার্টিং এর জন্য সবচেয়ে জনপ্রিয় যায়গা কারণ এসব স্থানে সাধারণত মানুষের মন ভালো থাকে ও মন খুলে কথা বলার মত মানসিকতা থাকে।

*.পুরোনো প্রেমিক/প্রেমিকাকে হিংসা করানোর চেষ্টা করার অর্থ হলো পুরানো প্রেমের জন্য এখনো আপনার মনে স্থান আছে।

*.আমাদের দেশে বলা হয়ে থাকে যে নারীরা সম্পর্ক ভাঙ্গে বেশি। কিন্তু প্রকৃতপক্ষে এই কাজটি পুরুষরাই বেশি করে। কারণ সম্পর্কে যাওয়ার আগে তারা এর ভবিষ্যত পরিণতি চিন্তা না করেই এগিয়ে যায় এবং পরবর্তিতে সামাল দিতে না পেরে সম্পর্ক ভেঙ্গে ফেলে।

*.সঙ্গী প্রেমের সম্পর্ক ভাঙতে চাইছে সেটা বোঝা যাবে যদি সে ইচ্ছে করে গায়ে পড়ে ঝগড়া করে, আগের মত দেখা করার আগ্রহ না দেখায় কিংবা কথায় কথায় বিরক্তি প্রকাশ করে।

*.প্রায় ৪৮% অনলাইন প্রেমিক/প্রেমিকারা জানিয়েছে যে তাদের ব্রেকআপটা হয়েছে ইমেইলের মাধ্যমে।

*.গবেষণায় জানা গিয়েছে যে মাত্র ৩বার ডেট করেই পুরুষরা বুঝে ফেলে যে তারা প্রেমে পড়েছে। কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় ১৪বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি।

*.সাধারণত ৩ থেকে ৫ মাসের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক ব্রেকআপ হয়।

*.গবেষণায় দেখা গিয়েছে যে সব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় ৫ বছর বেশি বাঁচে।

*.হতাশা, ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটি হাত শক্ত করে ধরাই যথেষ্ট। ভালোবাসার মানুষদের হাত ধরার সঙ্গে সঙ্গে অনেকটাই শান্ত হয়ে যায় মন।

বিষয়: বিবিধ

২১২৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343725
২৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
আবাবীল লিখেছেন : Love Struck Love Struck
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪০
285174
নাবিক লিখেছেন : Broken Heart
343727
২৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা কিন্তু সত্য Love Struck
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪২
285175
নাবিক লিখেছেন : Winking
343730
২৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। *.গবেষণায় দেখা গিয়েছে যে সব পুরুষ প্রতিদিন সকালে স্ত্রীকে চুম্বন করে তারা অন্যদের চাইতে প্রায় ৫ বছর বেশি বাঁচে। @@ যারা নিয়মিত এই কাজটি করে তারা আসলে কতদিন বাঁচবে? বললে ভালো হতো। অনেক ধন্যবাদ
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৭
285176
নাবিক লিখেছেন : এটাতো আমার মত নয়, গবেষকদের গবেষণার ফল। আপনার মন্তব্যে খুব চিন্তায় পড়ে গেলাম।

তবে আয়ু বৃদ্ধি পাক বা না পাক, এই কাজটি করলে স্বামী-স্ত্রীর মাঝে প্রেম ভালোবাসা চিরদিন অটুট থাকবে বলে আমার বিশ্বাস।
343747
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৫
আবু জান্নাত লিখেছেন : ওরে আল্লাহ! এতো অভিজ্ঞতা, নাবিক ভাই কোথায় ফেলেন? Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৮
285177
নাবিক লিখেছেন : Big Grin Big Grin কোথাও ফেলার চান্স না পেয়েই তো, এই ব্লগে আপনাদের মাঝে ফেলছি। Rolling on the Floor Rolling on the Floor
343751
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৪
দ্য স্লেভ লিখেছেন : ব্যপক গবেষনা। তবে এগুলোর কোনোটিই প্রবলভাবে কারো প্রতি সত্য নয়,হেরফের হতে পারে। বেশ ভালো লাগল
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৫০
285178
নাবিক লিখেছেন : জি ঠিক বলেছেন, অশেষ ধন্যবাদ জানাই। Happy
343774
৩০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৭
কাহাফ লিখেছেন : "হতাশা, ভয় ও মানসিক চাপ দূর করার জন্য ভালোবাসার মানুষটি হাত শক্ত করে ধরাই যথেষ্ট। ভালোবাসার মানুষদের হাত ধরার সঙ্গে সঙ্গে অনেকটাই শান্ত হয়ে যায় মন।"
চমৎকার কথামালা!!
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৫৩
285179
নাবিক লিখেছেন : অনেক ধন্যবাদ
343938
০১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৩৩
পুস্পগন্ধা লিখেছেন :
"মাত্র ৩বার ডেট করেই পুরুষরা বুঝে ফেলে যে তারা প্রেমে পড়েছে। কিন্তু নারীরা এক্ষেত্রে প্রায় ১৪বার বা তারও বেশি ডেট করার পর বুঝতে পারে প্রেমে পড়ার বিষয়টি"

মেয়েরা কি এতটাই টিউব লাইট......
০১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
285332
নাবিক লিখেছেন : মনে হয়, হতেও পারে... Tongue
344064
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
আফরা লিখেছেন : গবেষকদের গবেষণা সব সময় সত্য নয় বুঝেছেন নাবিক ভাইয়া ।
০২ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৬
285444
নাবিক লিখেছেন : হুম মালুম করতে পারছি :Thinking নধ্যবাদ, থুড়ি ধন্যবাদ... Cool
344808
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৪৭
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : প্রেমের মরা জলে ডুবে না
তলে জ্বলে পুড়ে মরে....
আইজাকাইল অবশ্য প্রেমিক প্রেমিকারা...থাক ওসব বলিনা সবাই জানে...,মজার পোষ্ট নাবিক ভাই পাল তুলেন হাল ধনের এ জাতী দিশেহারা... ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ পিলাচ পিলাচ....
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৩৭
286115
নাবিক লিখেছেন : Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File