আমার অনুভূতি

লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৩৮:৪৬ সকাল

যখন তুমি হাসতে

এই হৃদয় জুরে শিতল হাওয়া বইত।

যখন তুমি কাঁদতে

যেন এক পলশা বৃষ্টি ঝড়ে পড়ত।

তোমার ওই দুটি চোখ

আমায় স্বপ্নলোকে ভাসাত।

তোমার ভালোবাসার মিষ্টি স্পর্শ-

আমায় শিহরিত করত।

তুমি আজও আছ আমার মনে,

তাই এই মনে ভালবাসা খেলে।

তুমি আজও আছ, তাই আমার এই বিবর্ণ-

আকাশে রংধনু খেলা করে।

তুমি আজও আছ আমার খেয়ালে,

তাই আমি আনমনে গুন গুনিয়ে গাই গান।

তুমি আজও আছ আমার মনের অকপটে,

তাই আমার অনুভূতি গুলো বেচে আছে।

তুমি আছ আজও,

তাইতো আমি বেঁচে আছি।

ওগো মেয়ে আমি যে আজও-

শুধু তোমায়ই ভালবাস।

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File