ভাল থেকো-সুখে থেকো
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:২৯:০৫ রাত
তোমাকে ভালোবেসে আজ নিজের কাছেই নিজ-
অসহায় প্রাণীতে পরিণত হয়েছি।
নিজেকে যতই তোমার থেকে দূরে রাখা চেষ্টা করি,
ঠিক ততই তোমার কাছে যাচ্ছি।
তবে চিন্তা করো না,
আমার ভালোবাসা তোমার মন কে ছোঁয়ে দিবে না ।
তোমাকে ভালোবাসা থেকে নিজে কে বিরত না রাখতে পারি,
অন্তত তোমাকে তোমার মত তো থাকতে দিতে পারবো।
যেখানে আমার ভালোবাসা তোমার পথের কাঁটা হবে না কখনো।
শুধু একটাই অনুরধ কিংবা দাবী রইল তোমার প্রতি-
ভাল থেকো-সুখে থেকো,
তোমাকে সুখী দেখে আমিও সুখে থাকার চেষ্টা করবো।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন