আজও ভালোবাসি
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ১৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:২৫:৫৭ সন্ধ্যা
হয়তো ছোট কোনো ভুল,
আর নয়তো কিছু সুখের আশাতে,
আজ আমায় নিঃস্ব করে তুমি অন্যের কাছে।
যদিও আমার ভুল টা ছোট ছিলো,
তবে তুমি তা ক্ষমা করে দিতেও পারতে।
কিন্ত- যদি তুমি সুখের আশায় যাবে,
তাহলে আমায় ভালোবাসার স্বপ্ন না দেখালেও পারতে।
তাই বলার আর কিছু নেই,
শুধু বলবো আমি তোমায় ভালোবেসেছিলাম,
আজও ভালোবাসি।
আর এমনি করে বিরহ বেদনা নিয়ে-
একদিন মরে যাবো,
সেদিন তুমি আমার লাশের পাশে এসোনা।
সেদিন আমি আর তোমার চোখের জল মুছে দিতে পারবোনা,
সেদিন আর আমি এই মুখে বলতে পারবোনা,
আজও তোমায় আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি,
হয়তো মরে যাওয়ার পরেও -
তোমায় সারা জীবন ভালোবেসে যাবো।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন