কি অদ্ভূত বাঁধন !!
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৩:৪৯ রাত
★দৃশ্য-১
মেয়েঃ বাবা, বাবা, আমি তোমার কি হই??
বাবাঃ তুমি আমার পরী মা, ছোট্ট একটি
পরী।
মেয়েঃ আমার লক্ষী বাবা....
★দৃশ্য-২
বাবাঃ আমার মামনী কই???
মেয়েঃ.......
বাবাঃ রাগ কেনো মা??
মেয়েঃ বাবা, তোমার পচা বউটা আজ আমায়
বকেছে...
বাবাঃ কি!!!! কার এত্ত বড় সাহস??? আমার
মাকে
ধমকায়...
আয় মা, এদিকে আয়....
★দৃশ্য-৩
মেয়েঃ বাবা, এই দেখো আজ আমি প্রথম
রান্না
করেছি। মা, একটুও হেল্প করেনি, নাও খাও..
বাবাঃ আহা, অনেক অনেক ভালো হয়েছে
মা....
মেয়েঃ মায়ের চেয়েও ভাল বুঝি??
বাবাঃ হ্যা মা, আমায় আরেকটু দে...
মেয়েঃ আচ্ছা, আমিও একটু খাই, আমায় একটু
খাইয়ে
দাও তো...
বাবাঃ না, না, পুরোটা আমি খাব...
মেয়েঃ আমিও খাব, আ........।
বাবাঃ.............
মেয়েঃ ইয়াক থু, থু.... বাবা, তুমি এত্তবড়
মিথ্যুক!!! এমন
অখাদ্য তুমি খাচ্ছ কিভাবে??
বাবাঃ মা, আসলে তুই রেধেছিস বলে.....
★দৃশ্যপট-৪
মেয়েঃ বাবা, তুমি নাকি আমাকে বিয়ে
দেবার
ষড়যন্ত্র করছো??
বাবাঃ সেকিরে মা!!! ষড়যন্ত্র কেনো??
মেয়েঃ আমি তোমায় ছেড়ে কোথাও যাব
না...
বাবাঃ আমি তো বুড়ো হয়ে গেছি। তোর এখন
একজন
শক্তপোক্ত ভালোবাসার মানুষ চাই যে....
মেয়েঃ আমার বুড়ো বাবাই চলবে...
বাবাঃ তা কি আর হয়!!! কবে মরে যাই...
মেয়েঃ বাবা!! ভালো হবে না বলছি...
বাবাঃ হাহাহাহাহাহা.....
★দৃশ্য-৫
বাবাঃ মন খারাপ মা???
মেয়েঃ তোমার তো আরো বেশী খারাপ
বাবা..
বাবাঃ তোর হাতের মেহেদীর রং তো বেশ!!
কেমন
জ্বলছে!!
মেয়েঃ কাঁদছো কেনো বাবা??
বাবাঃ কই নাতো!! চোখে না কি যেন হয়েছে....
যাক গে, জানিস তোর
স্বামীকে
দেখলে হিংসে হয়.....
মেয়েঃ ওমা কেন!! তুমি তার মতো স্মার্ট নয়
বলে??
বাবাঃ হাহাহা.... ঠিক তা নয়, তোর
ভালোবাসার
পুরোটা এতদিন আমার ছিল। কিন্তু, কাল থেকে
সে
পুরোটার মালিক হয়ে যাবে যে, তাই!!!
মেয়েঃ বাবা.....
বাবাঃ কাঁদছিস কেনরে??
মেয়েঃ বাবা... আমায় ঘুম পাড়িয়ে দেবে??
আমি আজ
তোমার কোলে মাথা রেখে ঘুমোবো...
চশমা চোখে বুড়ো লোকটা ব্যাস্ত হয়ে পরে।
তার, ছোট্ট
খুকিকে ঘুম পাড়াতে ব্যাস্ত হয়ে পরে...
পৃথিবীতে অনেক ভালোবাসা আছে। অনেক ভালোবাসা শুরু হয়, আবার শেষও হয়ে যায়। অনেক ভালোবাসার মধ্যে স্বার্থ থাকে, চাহিদা থাকে। একমাত্র বাবা-মেয়ের
ভালোবাসা কখনোই শেষ হয় না, কোন স্বার্থ নেই, কি অদ্ভূত ভালোবাসা!!! কি অদ্ভূত বাঁধন!!! জানিনা, এই
বাঁধন ছিড়ে যেতে প্রতিটি মেয়ের কি পরিমান কষ্ট হয়!!!
বিষয়: Contest_priyo
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন