শুধু তোমার কথা শুনবো বলে
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫৪:২৭ সকাল
হয়তো কেউ একজন তোমায় অনেক বেশি ভালোবাসে..।।
তোমার কথা অনেক মনে করে,,
হয়তো আমার মত তোমাকে এত্ত বেশি কেউ মিস করবে না...।।
যদি তোমার সামনে গিয়ে দেখাতে পারতাম, তোমায় কতটা বেশি
ভালোবাসি আমি,, তাহলে হয়তো তুমি বিশ্বাস করতে?
বিশ্বাস করতে এই মনের কতখানি জায়গা জুড়ে শুধুই তুমি আছো..।।
কতটা নির্ঘুম রাত কাটিয়েছি শুধু তোমার কথা শুনবো বলে,
কিন্তু তুমি ফিরেও দেখোনি আমায়। জানি,
এই কথাগুলো তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আর কেউ না জানুক,
আমি তো জানি তুমি আমার কতটা আপন ছিলে...।।
এই হৃদয়ের কতটা জায়গা জুড়ে ছিলে, আর আমি কতটা ভালোবেসে
ছিলাম তোমাকে, তবে কেন আজ তুমি আমাকে একা রেখে চলে
গেলে?? আমার ভালোবাসা কি তোমার জন্য খেলনা ছিলো?..
কেন তোমাকে কাছে পেয়েও হারালাম? ..
চাইলেই কাউকে এতটা সহজে ভুলা যায় না।
তোমাকে কোন দিন ও ভুলতে পারবো না আমি,,
যত দিন নিঃশ্বাস নিবো তত দিন তোমাকে ভালোবেসে যাবো।
এই আমি শুধু তোমাকেই ভালোবাসি আর ভালোবেসে যাবো আজীবন.....।
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন