ছুঁয়ে দেখা হয় নাই বেদনা তোমার।
লিখেছেন লিখেছেন পুরনো স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০৭:১১ রাত
ছুঁয়ে দেখা হয় নাই বেদনা তোমার । ভালোবাসা জল হবে ভেবে ছুইনি পালক।
বাঁধলে খাচায় হারাবে বিহঙ্গ নন্দিত সুখ, তাই দিইনি পায়েতে শিকল। তবু প্রেম বেঁধেছিলো বাসা হৃদয়ে হৃদয়। জেগেছিলো সাধ সোনাঝুরি রৌদ্রের ওমে শুকাবো ভেজা চোখ। তারপর কতো নদী বয়ে গেলো,কতো সহস্র জলের মেখলা।বেদনা বরণ আকাশে উড়ে গেলো পরিযায়ী পাখিটি আমার।
পৃথিবীর দক্ষিনমেরু থেকে উত্তরমেরুর পথে হেঁটে হেঁটে চলি ক্লান্ত চরণে, আমার এই অস্তিত্ব তার কাছে সঁপে দিবো বলে। কাছে যেতে দেখি, কারো কান্না ধোয়া জলে ভিজে আছে তার আস্তিন।প্রদোষ অন্ধকার থেকে ধ্রুবতারা চোখ মেলা পর্যন্ত প্রতীক্ষার প্রহর গুনি তাকে ভেবে ভেবে খবর পাই, অন্য কারো আসার ক্ষণ গোন সে মনে মনে শব্দের ইমারত গড়ি তাকে শোনা্বো শব্দের মালা গেঁথে আমার ভালোবাসার কথা।
কাছে যেতেই জানতে পারি, তার ভালবাসা উষ্ণ প্রস্রবন হয়ে ক্লান্তি দূর করে কোন মৃগনয়নার। তবু আমি হেঁটে যাই, ভেবে সারা হই লাজে রাঙা হই,তার বুকে কূল ছাপানো ঢেউয়ের মতো আছড়ে পড়ার আশায় কেটে যায় পল পল অনুপল।
আজ পলি পড়া চরে জাগে স্মৃতির দূর্বাঘাস। ডায়েরীর ভাজে ঝরাপালকের দীর্ঘশ্বাস।
ছুঁয়ে তো দেখি নাই অধরা অঙ্গ তার, তবু কেনো মন বার বার ছোঁয় ফেলে যাওয়া পাখিটির ঝরাপালক ।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন