ঈদ মোবারক
লিখেছেন লিখেছেন আধার রাতের মুছাফির ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:০৯:৪৭ দুপুর
পারস্পরিক বিভেদ কিংবা হিংসা নয়, ঐক্যের আর ভালবাসার সুমহান বাতাস আমাদের দুঃখ ও দুঃখের ক্ষত গুলোকে ভুলিয়ে দেয়। দুঃখ ভুলিয়ে মানুষকে কাছে টেনে নেয়ার অনবদ্য উৎসবের নাম ঈদ। আনন্দের এক স্বপ্নীল ধারা। ধনী-গরীব, ছাত্র-ছাত্রী, ছেলে-বুড়ো, নারী-পুরুষ নির্বিশেষে সব মুসলমানের জীবনে ঈদ হাজির হয় খুশির সংবাদ নিয়ে। আনন্দ ভাগ করলেই আনন্দ বাড়ে,সাথে কষ্ঠ থেকে দূরে থাকা সহজতর হয়। পরস্পরের সাথে আনন্দের এই ভাগাভাগিই হল ঈদ। আমরা একে অপরের সাথী হতে চাই, ভাগ করে নিতে চাই সকলে সকলের চাওয়া পাওয়ার অংশটুকু।
প্রতি বছর এই ঈদ বারবার আমাদের উদার হওয়ার আহ্বান জানায়। কিন্তু আমরা কি পেরেছি ভালবাসা দিয়ে মানুষকে আপন করে নিতে? পেরেছি কি নিজের সীমাবদ্ধতা স্বত্বেও শত্রুকে আপন করে নিতে? পেরেছি কি সরাবছর ঘীরে যে ক্ষোভ জমেছে তা পরিত্যাগ করে জসিম উদ্দীনের মত বলতে ,
“যে মোর আমাকে দিয়েছে বিষেভরা বান
আমি দেই তারে বুকভরা গান”
আমরা পারিনি! এ কথা আমরা বলতে চাইনা বরং আমরা বলতে চাই আমরা পারবো, আমরা পারি। আমরা পারি ভালবাসার ডোরে মানুষকে বেধে জীবনের জয়গান গেতে। আমরা পারি পাশ্চাত্য সমাজ সভ্যতার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে ঐক্য আর ভালবাসা মিনার কিভাবে গড়তে হয়। তাইতো কবি নজরুল বলেছেন
“যে আপন পুত্র আল্লারে দেয় শহীদ হওয়ার তরে,
কাবাতে সে যায় না রে ভাই নিজেই কাবা গড়ে।
সে যেখানে যায়, জাগে সেথাই কাবার উম্মিদ।
ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ”
ঈদ নিয়ে ভাবতে বসলে শৈশবের নানা ঘটনা চারদিক থেকে জড়িয়ে ধরে, মায়ার জালে নিজেকে বিলিন করে দিতে ইচ্ছে কার-না করে। সমাজে হিংসা হানাহানি ঈদ আয়োজনের মধ্য দিয়ে দূর হয়ে যাক, এবারের ঈদ সকলের মাঝে এই শিক্ষা লাভের সুযোগ করে দিক। পরিপূর্ণ ঈদ পালনের মধ্য দিয়েই আমরা নিজেরা সুন্দর হয়ে উঠি এই প্রত্যাশায় সবাইকে ঈদ মোবারক।
তাই আসুন আমরা ঈদকে সামনে রেখে আমাদের ভাল আর সুখের স্মৃতিগুলো পাথরে লিখে রাখি, বিপরীত দিকে দুঃখ আর কষ্ঠের স্মৃতিগুলো বালুতে লিখে রাখি।যেন একটা ঝড়ে সকল কষ্ঠ আর দুঃখ মুছে যায়। তাহলে জীবনের দুঃখ গুলো ভুলে গিয়ে মানুষকে খুব সহজে আপন করে নিতে পারবো। আজ খুব বেশি প্রয়োজন মানুষকে বুকে টেনে নিয়ে তাদের কষ্ঠগুলো ভুলিয়ে দেয়া। আর কষ্ঠ নয় , নয় কোন বিভেদ ।এই ঈদ-ই হোক আমার জীবনের কষ্ঠের শেষ ঈদ। সে প্রত্যাসায় আবারো ঈদ মোবারক।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন