তোমায় মনে পড়ে
লিখেছেন লিখেছেন আধার রাতের মুছাফির ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫১:৫৮ রাত

বিষন্নতায় হৃদয়ে যখন রক্তখরন হয়। ভালবাসার মানুষগুলো যখন দূরে সরে যায়। কষ্টের স্মৃতিগুলো যখন হৃদয়কে বিদ্ধ করে, হৃদয় আকাশ যখন বিষাদের মেঘে ছেয়ে যায়, নিজের অজান্তেই চোখ বেয়ে নামে অশ্রু। মনেহয় কেউ যেন বুকে আকাশ ছোয়া পাহাড় গেড়ে দিয়েছে। হৃদয়ে রক্তখরন যেন ত্রিসিমানায় পেীছেছে।
ঠিক তখনই হঠৎ তোমার আলতো ছোয়ায় চোখ খুলে যায়। তোমার মমতাময়ী হাত দিয়ে যখন অশ্রুগুলো মুছে দিতে থাকো, তখনি হৃদয়ে খুশির ঢেউ খেলে যায়। মনেহয় পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ আমি। মা’গো আজ আমি বহুদূরে। তোমার ছোয়া থেকে বঞ্চিত আমি। এখন আমাকে কেউ আর তোমার মত করে চরম দুখেঃর সীমানায় অশ্রƒ মুছে দেয় না। কেউ আজ মাথায় হাত রেখে সাহস দিয়ে বলেনা- ”বাবা তোমাকে অনেক বড় হতে হবে।”
আজ বহুদূর থেকে তাই মনে পড়ে। বাড়ি থেকে যখন আসি, পিছনে ফিরে দেখি –- মা আমার! একহাতে বিদায় জানাচ্ছে অন্য হাতে আচলে ভেজা চোখ মুছে চলেছে। পাশেই আমার ছোট্ট বোনটি ছলছল চোখে বিদায় জানাচ্ছে। গ্রামের সহজ সরল মানুষগুলো আমাকে ব্যাগ নিয়ে এগিয়ে দিতে দিতে বলছে- আবার কবে আসবে বাবা?
আজ আমি চিন্তিত! আমি কি পেরেছি আামার মাযের অশ্রুর মুল্য দিতে? পেরেছি কি আদরের বোনের ছলছল চোখের আকুতি বুঝতে? পেরেছি কি ”বাবা তোমাকে অনেক বড় হতে হবে–” এ কথার আকুতি অনুধাবন করতে? জানিনা ! কখন শেষ হবে সে প্রহর? জানিনা প্রথিবীর নির্মম নিয়তি আমাকে কোথায় নিয়ে থামবে? কোথায় যেয়ে থামবে প্রত্যাশার এ বিম্ব? সে পথপানে এখনও তাকিয়ে আমি …….।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন