ইলিয়াস সাহেব এর তাবলীগের বইগুলোর কেচ্ছা-কাহিনীকে যারা বানোয়াট বলেন তারা পড়েন।
লিখেছেন লিখেছেন মুসলমান ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:০৮:২৬ দুপুর
এক টুকরো খাবার অথবা পানি ছাড়া কতদিন আপনি বাঁচতে পারবেন? প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গেই হয়তো কেউ মনে মনে দিনক্ষণ হিসেব শুরু করতে পারেন। আবার বেশিরভাগই আছেন এই খেয়ে, না খেয়ে বেঁচে থাকার বিষয়টি নিয়ে ভাবতেই রাজি নন। তবে যে যাই বলুন না কেন, আমরা এমন এক ব্যক্তির সন্ধান পেয়েছি যিনি টানা ৭৫ বছর ধরে কোনো খাবার ছাড়াই দিব্যি বেঁচে আছেন। যে ব্যক্তির কথা বলছি আমরা, তার নাম ৮৩ বছর বয়সী প্রহ্লাদ জানি। ভারতের আম্বাজি মন্দিরের এক গুহায় সাত বছর বয়স থেকেই তিনি সাধনায় লিপ্ত আছেন এবং কোনো খাদ্য গ্রহন করেননি।
৮৩ বছর বয়সী প্রহ্লাদ জানির বক্তব্য অনুসারে, মাত্র সাত বছর বয়সেই হিন্দু ধর্মের তিন দেবীর আজ্ঞা অনুসারে তিনি আধ্যাত্মিক শক্তি অর্জনে সাধনায় লিপ্ত হন। তার ভাষ্য মতে, ‘জঙ্গলের মাঝ দিয়ে আমাদে একশ থেকে দুইশ কিলোমিটার রাস্তা হাটতে হয়েছে। আমি কখনোই ঘামাই না এবং কোনো ক্ষুধা ও ঘুম বোধ করি না। টানা তিন থেকে বারো ঘণ্টা পর্যন্ত আমি ধ্যান করতে পারি।
কিন্তু আমাদের চেনা বিজ্ঞান কিন্তু বলছে ভিন্ন কথা। বিজ্ঞানের মতে, একজন ব্যক্তির পক্ষে কোনো খাবার এবং পানী ছাড়া এক সপ্তাহের বেশি টিকে থাকা সম্ভব নয়। তবে খাবার ছাড়া শুধুমাত্র পানি খেয়ে কয়েক মাসও বেঁচে থাকা যায়। কিন্তু তাই বলে একজন মানুষ কিছু না খেয়ে ৭৫ বছর পার করে দিলেন এবং তিনি বেশ বেঁচেও আছেন, এই ঘটনা ভারতের অনেক গবেষকের কৌতুহল উদ্রেক করেছে নিঃসন্দেহে।
বিজ্ঞানীরা এবং চিকিৎসকরা প্রহ্লাদ জানির বক্তব্যে মোটেও খুশি হলেন না। ৩০ জনের একটি দল প্রহ্লাদ জানিকে ধরে নিয়ে গেলেন আহমেদাবাদের একটি হাসপাতালে এবং টানা চব্বিশ ঘণ্টা তাকে ক্যামেরার নিচে রাখা হলো। সেই একই অবস্থায় বিজ্ঞানীদের নাকের ডগায় একে একে পনেরো দিন কেটে গেল, কিন্তু কোনো খাবার গ্রহন করলেন না তিনি। এমনকি তিনি প্রস্রাব বা পায়খানাও করেননি একবারের জন্যও। ডাক্তার সুধীর সাহা জানালেন, ‘আমাদের বিশ্বাস সাধু প্রহ্লাদ জানির শরীর ধ্যান এবং শক্তিশালী যোগ সাধনার ফলে এমন এক স্তরে উন্নীত হয়েছে যেখানে তার শরীর বিবর্তিত হয়েছে। প্রকৃতির সঙ্গে তার শরীরের এখন আর কোনো পার্থক্য নেই।
বিষয়: বিবিধ
১৫৩০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার পীর সাহেব তাবলিগের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস হুজুরকেবলা পীরেখাজানা পীরানেপীর তিনি একটানা ৭ বছর একফোঁটাও পনি না খেয়ে বেচে ছিলেন।
আমার বুজুর্গ আপনার হিন্দু যোগীর চেয়েও অনেক বড় বুজুর্গ।
তাবলীগকে ঠাট্টা করে এই পোষ্ট দিলেন তাই না?
ইসলামের মধ্যে এর চেয়েও হাজারগুনে অবাক করা কাণ্ড রাসুল সঃ এর যুগে হয়েছে। এটাকেও আপনি ঠাটা করতে পারবেন বলেও মনে হয়।
আমার হুজুরকেবলা পীরানেপীর তো সাহাবাদের থেকেও উত্তম ওলি ছিলেন! এতে কিআপনার সন্দেহ আছে? তাই আমার পীরকেবলার ঘটনাতো তাদের থেকেও আলাদাই হবে।
আমার পীরসাহেবকে নিয়ে আজেবাজে কথা বলা বন্ধ করুন।
এখানে মানুষের বাহাদুরী দেখছে অনেকে। আর আমি দেখছি আল্লাহর বাহাদুরী। মানুষের কিছুই ক্ষমতা নাই।
আপনার উপস্হাপনা ঘোলাটে লাগছে আমার কাছে!
শিরোনাম ও লেখার মাঝে মিল খুজে পাওয়া যায় না! হানাফীদের নিয়ে পোস্টেও এমনই পেয়েছি!
'কথা বটে সত্য,কিন্তু মতলব খারাপ' এমন একটা প্রবাদ আছে! আপনার বেলায় ......?
মন্তব্য করতে লগইন করুন