মাহমুদা মওদুদীর দৃষ্টিতে আল্লামা মওদুদীঃ
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৫ মার্চ, ২০১৬, ১০:৪২:৪৮ রাত
মাহমুদা মওদুদী হলেন আল্লামা মওদুদীর
জীবন সঙ্গীনি !
.
তিনিও আল্লামা মওদুদীর মতন
কুরআনের প্রচারক ছিলেন !
.
বিশেষ করে বলা যায় যে, মডেল টাউন
লেডিস ক্লাবের ঘটনা !
.
এই লেডিস ক্লাবে তিনি একাধারে ২৫
বত্সর কুরআনের দারস দিয়েছেন !
.
একদিন এক মহিলা দারসের মাঝামাঝি
সময়ে তাকে প্রশ্ন করলেন ,
.
আপনি কয়টি বিষয়ে এম.এ পাস
করেছেন ?
.
তখন মাহমুদা মওদুদী বললেন , বোন
এম.এ বি.এ পাস তো আপনারা !
.
আর আমি দিল্লীর কুইন ম্যারী স্কুলে
মাধ্যমিক পর্যন্ত পড়েছি !
.
এ উত্তর শুনে মহিলাটি আবার প্রশ্ন
করলেন ,তাহলে আপনি এতো ইলম
অর্জন করেছেন কিভাবে ?
.
এ প্রশ্নের উত্তরে মাহমুদা মওদুদী যা
বলেছিলেন তা ইতিহাসের পাতায়
স্বর্নাক্ষরে লিখা থাকবে !
.
তিনি বলেছিলেন ,"আমি এমন এক
আলেমে দ্বীনের সাথে জীবন যাপন করি
যার এক ঘন্টার কথাবার্তা শুনে
মানুষের সেই ইলম অর্জন হয় যা
সারারাত অধ্যয়ন করেও অর্জন করা
সম্ভবপর হয়ে উঠে না"
.
আল্লাহু আকবার ! আল্লামা মওদুদী
শুধু স্ত্রীর দৃষ্টিতেই এত বড় আলেম
নন ,তিনি সমগ্র পৃথিবীর মানুষের
দৃষ্টিতেও একজন বড় মাপের আলেমে
দ্বীন !
.
সবশেষে দুয়া করি ,আল্লাহ উনাকে
জান্নাতুল ফেরদাউস নসিব করুন!
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন