আশুরা !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ২৪ অক্টোবর, ২০১৫, ০৯:৫৬:১৬ সকাল

হযরত আলী রা.কে এক ব্যক্তি প্রশ্ন

করেছিল, রমযানের পর আর কোন মাস

আছে, যাতে আপনি আমাকে রোযা

রাখার আদেশ করেন? তিনি বললেন, এই

প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম-এর নিকট জনৈক সাহাবী

করেছিলেন, তখন আমি তাঁর খেদমতে

উপসি'ত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বললেন, ‘রমযানের পর যদি তুমি রোযা

রাখতে চাও, তবে মুহররম মাসে রাখ।

কারণ, এটি আল্লাহর মাস। এ মাসে

এমন একটি দিন আছে, যে দিনে আল্লাহ

তাআলা একটি জাতির তওবা কবুল

করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য

জাতির তওবা কবুল করবেন।’-জামে

তিরমিযী ১/১৫৭

.

অন্য হাদীসে নবী করীম সাল্লাল্লাহু

আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আমি

আশাবাদী যে, আশুরার রোযার কারণে

আল্লাহ তাআলা অতীতের এক বছরের

(সগীরা) গুনাহ ক্ষমা করে দিবেন।’

বিষয়: বিবিধ

৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File