ভূলে গেলাম ড.মাসুদ ভাইয়ের কথা !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৭ অক্টোবর, ২০১৫, ১১:২৭:৫২ সকাল

ভূলে গেলাম ড.মাসুদ ভাইয়ের কথা !

.

মূল নাম মুহাম্মদ শফিকুল ইসলাম

মাসুদ !

.

ড.মাসুদের অপর পরিচয় ছাত্রশিবিরের

সাবেক কেন্দ্রীয় সভাপতি !

.

তিনি ১৯৭৮ সালের ১ মার্চ

পটুয়াখালীতে জন্মগ্রহণ করেন !

.

পিতার নাম অধ্যাপক সিরাজ উদ্দিন

খান এবং মাতার নাম কানিস ফাতেমা !

.

ড.মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে

অনার্স, মাস্টার্স ডিগ্রি লাভ করেন !

.

ছাত্র জিবনে মেধার স্বীকৃতিস্বরূপ

তিনি পেয়েছেন অসংখ্য পুরুষ্কার !

.

যার মাঝে রয়েছে প্রধানমন্ত্রীর কাছ

থেকে পাওয়া স্বর্ণপদকও !

.

ড.মাসুদ যখন ৫-ম শ্রেণীর ছাত্র

তখন নিজ জেলায় ১ম স্থান অধিকার

করে ট্যালেন্টপুলে বৃত্তি পায় !

.

পরবর্তী জিবনে তিনে পিএইচডি

ডিগ্রীও অর্জন করেন !

.

এই মাসুদ ভাই জীবিত থেকেও আজ

আমাদের মাঝে নেই !

.

তিনি আছেন জালিম সরকারের নিকৃষ্ট

এক কারাগারে আবদ্ধ !

.

গ্রেফতার পরবর্তী রিমান্ড দিয়ে

ড.মাসুদকে চুন্ন বিচুন্ন করে দেয় !

.

মাথা থেকে পা পর্যন্ত এমন কোন

স্থান বাকী নেই যেখানে আক্রান্ত হন

নি !

.

তার উপর নির্যাতনের কারণ ড.মাসুদ

প্রচন্ড মেধাবী এবং জালাময়ী

বক্তব্যের অধিকারী !

.

যা ছিল জালিম সরকারের জন্য

অত্যন্ত ভীতির কারণ !

.

সবশেষেঃ ড.মাসুদ ভাইয়ের একটি উক্তি

দিয়ে শেষ করি ,

.

সত্যের মিছিলে আমরা যদি কোন দিন

লাশ হয়ে যাই , তবু ও মিছিল থামবেনা

ইনশাআল্লাহ !

.

আল্লাহ রাব্বুল আলামীন ড.মাসুদ

ভাইকে দ্রুত মুক্তির ব্যবস্থা করুন!

.

আমীন !

বিষয়: বিবিধ

১৩৩৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344776
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৫
ইয়াফি লিখেছেন : আল্লাহ আমার ভাইকে হেফাজত করুন!
344794
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:১২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : মাসুদ ভাইয়ের ব্যাপারে মন্তব্যে করা যাবে না পোষ্ট দেয়া যাবে...ইসলামী আন্দোলনের জীবন্ত নমুনা আর বেশি কিছু বলবোনা...আল্লাহ তার এই মজলুম বান্দাকে জুলুম সওয়ার তাওফীক দিক....আমীন।
344798
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File