আল্লামা মওদুদীর পড়ালেখা !
লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৬ অক্টোবর, ২০১৫, ১০:০৭:২১ রাত
আল্লামা মওদুদীর পড়ালেখা !
.
মওদূদী (রহঃ) তার জীবনে পড়া লেখাকে খুব বেশী গুরুত্ব দিতেন !
.
যদিও তিনি প্রাতিষ্ঠানিকভাবে বড় কোন ডিগ্রি অর্জন করেতে পারেন নাই !
.
তবুও তার জীবনের অধিকাংশ
সময় ব্যয় করতেন জ্ঞানার্জনে এবং গ্রন্থ রচনায় !
.
দিনের শেষে যখন সমগ্র পৃথিবী ঘুমের কোলে মাথা লুকায়, তখন তিনি বসে পড়তেন বইপত্র আর কাগজ-কলম নিয়ে !
.
রাতের পর রাত তিনি পার করেছেন অধ্যয়ন করে, দ্বীনের খেদমতে ইসলামের বিভিন্ন বিষয় ও সমসাময়িক সমস্যাবলী নিয়ে মৌলিক গ্রন্থ রচনায় !
.
তিনি নিছক কল্পনাপ্রসুত বিষয়াদি
নিয়ে লেখালেখির পক্ষপাতি ছিলেন না, তিনি লিখতেন কোরআন-হাদীস অধ্যয়ন করে, পূর্ববর্তী মনিষীদের ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রামাণ্য গ্রন্থ পড়ে এককথায় প্রচুর সহায়ক পুস্তক অধ্যয়ন করে !
.
আর এ কারনেই তার যেকোন বই পাঠ করলে শতাধিক গ্রন্থের রেফারেন্স পাওয়া যায় !
.
তার ক্ষুদ্র জীবনে বারবার তিনি
কারা নির্যাতন ভোগ করেন, কিন্তু
কারাগারকেই তিনি তার স্টাডিরুমে পরিনত করেন !
.
তার অনেক মৌলিক গ্রন্থ এমনকি তাফহীমুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি জেলখানাতে বসেই লিখে ফেলেন !
.
আর জীবনের শেষ দিকে আমেরিকার বাফেলো হাসপাতালে বসে তিনি লিখতে থাকেন "সিরাতে সরওয়ারে আলম"
নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীরাত
গ্রন্থ !
.
লেখালেখির ক্ষেত্রে তিনি এতো
সতর্কতা অবলম্বন করেন যে
গবেষণার ক্ষেত্রে তার লেখা নতুন এক দিগন্তের সৃষ্টি করে !
.
তাফহীমুল কোরআন রচনার ক্ষেত্রে তিনি এটা অনুভব করেন যে কোরআন যে পরিবেশে যে পরিস্থিতিতে নাজিল হয় তা না জেনে কোরআনের ব্যাখ্যা করলে অনেক কিছুই অস্পষ্ট থেকে যায় !
.
এজন্য তিনি তাফহীমুল কুরআন
রচনার ক্ষেত্রে সৌদি আরব সফর
করে কোরআন নাজিলের বিভিন্ন
স্থান স্বচক্ষে ঘুরে ঘুরে দেখেন, অনুধাবক করেন ভৌগলিক অবস্থান,স্থানীয় অধিবাসীদের উপর আবহাওয়া ও ভৌগলিক প্রভাব ইত্যাদি !
.
এমনকি যে সকল ক্ষেত্রে চিত্রের
প্রয়োজন হয় তিনি মানচিত্র একে সে চিত্রগুলো পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা চালান !
.
এই হল আমাদের প্রিয় তাফসীরকারক আল্লামা মওদুদীর জীবন !
.
আল্লাহ রাব্বুল আলামীন তাকে
জান্নাত নাসীব করূন !
.
আমীন !
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন