আল্লামা মওদুদীর পড়ালেখা !

লিখেছেন লিখেছেন নৌশাদ আল নোমানী ০৬ অক্টোবর, ২০১৫, ১০:০৭:২১ রাত

আল্লামা মওদুদীর পড়ালেখা !

.

মওদূদী (রহঃ) তার জীবনে পড়া লেখাকে খুব বেশী গুরুত্ব দিতেন !

.

যদিও তিনি প্রাতিষ্ঠানিকভাবে বড় কোন ডিগ্রি অর্জন করেতে পারেন নাই !

.

তবুও তার জীবনের অধিকাংশ

সময় ব্যয় করতেন জ্ঞানার্জনে এবং গ্রন্থ রচনায় !

.

দিনের শেষে যখন সমগ্র পৃথিবী ঘুমের কোলে মাথা লুকায়, তখন তিনি বসে পড়তেন বইপত্র আর কাগজ-কলম নিয়ে !

.

রাতের পর রাত তিনি পার করেছেন অধ্যয়ন করে, দ্বীনের খেদমতে ইসলামের বিভিন্ন বিষয় ও সমসাময়িক সমস্যাবলী নিয়ে মৌলিক গ্রন্থ রচনায় !

.

তিনি নিছক কল্পনাপ্রসুত বিষয়াদি

নিয়ে লেখালেখির পক্ষপাতি ছিলেন না, তিনি লিখতেন কোরআন-হাদীস অধ্যয়ন করে, পূর্ববর্তী মনিষীদের ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে লেখা প্রামাণ্য গ্রন্থ পড়ে এককথায় প্রচুর সহায়ক পুস্তক অধ্যয়ন করে !

.

আর এ কারনেই তার যেকোন বই পাঠ করলে শতাধিক গ্রন্থের রেফারেন্স পাওয়া যায় !

.

তার ক্ষুদ্র জীবনে বারবার তিনি

কারা নির্যাতন ভোগ করেন, কিন্তু

কারাগারকেই তিনি তার স্টাডিরুমে পরিনত করেন !

.

তার অনেক মৌলিক গ্রন্থ এমনকি তাফহীমুল কোরআনের একটা গুরুত্বপূর্ণ অংশ তিনি জেলখানাতে বসেই লিখে ফেলেন !

.

আর জীবনের শেষ দিকে আমেরিকার বাফেলো হাসপাতালে বসে তিনি লিখতে থাকেন "সিরাতে সরওয়ারে আলম"

নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সীরাত

গ্রন্থ !

.

লেখালেখির ক্ষেত্রে তিনি এতো

সতর্কতা অবলম্বন করেন যে

গবেষণার ক্ষেত্রে তার লেখা নতুন এক দিগন্তের সৃষ্টি করে !

.

তাফহীমুল কোরআন রচনার ক্ষেত্রে তিনি এটা অনুভব করেন যে কোরআন যে পরিবেশে যে পরিস্থিতিতে নাজিল হয় তা না জেনে কোরআনের ব্যাখ্যা করলে অনেক কিছুই অস্পষ্ট থেকে যায় !

.

এজন্য তিনি তাফহীমুল কুরআন

রচনার ক্ষেত্রে সৌদি আরব সফর

করে কোরআন নাজিলের বিভিন্ন

স্থান স্বচক্ষে ঘুরে ঘুরে দেখেন, অনুধাবক করেন ভৌগলিক অবস্থান,স্থানীয় অধিবাসীদের উপর আবহাওয়া ও ভৌগলিক প্রভাব ইত্যাদি !

.

এমনকি যে সকল ক্ষেত্রে চিত্রের

প্রয়োজন হয় তিনি মানচিত্র একে সে চিত্রগুলো পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা চালান !

.

এই হল আমাদের প্রিয় তাফসীরকারক আল্লামা মওদুদীর জীবন !

.

আল্লাহ রাব্বুল আলামীন তাকে

জান্নাত নাসীব করূন !

.

আমীন !

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344697
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৭
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
344698
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রাতিষ্ঠানিক ডি্গ্রি না থাকলেও তার সমকালিন উলামাদের প্রদত্ত সনদ তার ছিল।
344700
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৯
নৌশাদ আল নোমানী লিখেছেন : জি ভাই ,সমকালিন উলামাদের প্রদত্ত সনদ তার ছিল !
344725
০৭ অক্টোবর ২০১৫ রাত ০৩:৫৪
বিভীষিকা লিখেছেন : আল-আযহার বিশ্ববিদ্যালয়ের পাঠ্য বইগুলোতে উনার অনেক অনেক রেফারেন্স পড়েছি। একবার আমাদের এক ডক্টর ক্লাসে এশিয়ার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এশিয়া মহাদেশে একজন বিখ্যাত আলেম আছেন, তাঁর নাম কি? কে বলতে পারবে? আমরা সবাই অনেক আলেমের নাম উল্লেখ করলাম। কিন্তু ডক্টর আল্লামা মওদুদীর নাম উল্লেখ করেছেন।
344734
০৭ অক্টোবর ২০১৫ সকাল ০৫:১৭
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি কারাগার উত্তম লেখাপড়ার যায়গা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File